
Truth Of Bengal: আইপিএল মানেই আলাদা উন্মাদনা দেশবাসীর মধ্যে । সেই আইপিএল শুরু । আগামী দু মাস ধরে চলবে এই টুর্নামেন্ট । দশ দলের ক্যাপ্টেন থেকে খেলোয়াড় সকলেই প্রস্তুত । তাদের একটাই লক্ষ্য ভালো পারফর্ম করা সঙ্গে ট্রফি জেতা । এবার সেটাই দেখা গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রকাশিত ভিডিও তে ।
The 🔟 Captains are READY! 😎
The Goal is SET 🏆
Let the #TATAIPL 2024 begin 😍 pic.twitter.com/f8cdv5Zfqh
— IndianPremierLeague (@IPL) March 21, 2024
এক্সে পোষ্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে খেলোয়াড়রা একসাথে একই ফ্রেমে রয়েছেন । ২২ গজে একে অপরের প্রতিপক্ষ হলেও আইপিএল কতৃপক্ষের প্রকাশ করা ভিডিওতে দেখা গেল অন্য ছবি , যে ছবি কথা বলে সৌভ্রাতৃত্বের, যে ছবি কথা বলে একতার। এক কথায় এই ছবি দেখে উন্মাদনা আরও কয়েক গুন বাড়বে তা নিঃসন্দেহে বলা যায়।