IPL 2024খেলা

IPL 2024 : ১০ ওভারের আগেই পরাস্ত লখনউ, ১০ উইকেটে জয় হায়দরাবাদের

IPL 2024: Lucknow lost before 10 overs, Hyderabad won by 10 wickets

The Truth Of Bengal Desk: এদিন টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় লখনউ ।টসে জিতে হাতে ব্যাট তুলে নেওয়ায় এক পাহাড় সমান রানের আশা করেছিল লখনউ ফ্যানরা, তবে সেই আশা রাখতে পারেনি টিম লখনউ। ২০ ওভারের শেষে ১৬৫ রানে ফিরতে হয় টিম লখনউকে । তবে পুরো দলের হয়ে মাঠে এক অনবদ্ধ  রুপে দেখা যায় আয়ুষ বাদোনিকে।

পাওয়ার প্লে শেষ হতে না হতেই, হায়দরাবাদের ২ যোদ্ধা কুইন্টন ডিকক (২) এবং মার্কাস স্টোইনিস (৩) কম রান সংগ্রহ করে ফিরে যায় মাঠের বাইরে।৩৩ বলে ২৯ রান করে পরাস্ত হতে হয় রাহুলকে। তবে খারাপ পরিস্তিতির মধ্যে দলকে এগিয়ে নিয়ে যায় নিকোলাস পুরান এবং আয়ুষ বাদোনি।

তবে আসামান্ন ব্যাটিং এর যেরে মাত্র ৯ ওভার ৪ বলেই জয় ছিনিয়ে নেয় সানরাইজার্স হায়দরাবাদ ।

 

Related Articles