IPL 2024

১৬২ রানেই আটকে গেল হায়দ্রাবাদ

Hyderabad was stuck at 162 runs

The Truth Of Bengal : টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। শুরু টা ভালো হলেও হায়দ্রাবাদ বেশ সমস্যায় পড়ল । কারণ  ১৬২ রান করলেও হায়দ্রাবাদ খুইয়েছে ৮ উইকেট । গুজরাটের সামনে রয়েছে ১৬৩ রানের লক্ষ্যমাত্রা । আগের ম্যাচে ঘরের মাঠে রেকর্ড গড়েছিল হায়দ্রাবাদ ।

সানরাইজার্স হায়দরাবাদকে প্রথমেই চাপে রাখে আজমাতুল্লা ওমরজাই। ১৬ রান করার পর পরই আউট করেন তিনি। গুজরাটের রশিদ এবং বাকিদের বোলিংয়ের ফলে সানরাইজার্স আটকে যায় । মাত্র ১৬২ রান করার পরেই আটকে রাখল গুজরাট । তাদের সামনে ১৬৩ রানের লক্ষ্যমাত্রা রয়েছে ।

 

Related Articles