
The Truth Of Bengal: জেতা ম্যাচ মাত্র ৬ রানে হেরে নিজেদের রেকর্ড অক্ষুন্ন রাখল মুম্বাই ইন্ডিয়ান্স। ক্যাপটেন চেঞ্জ করেও রবিবার গুজরাটের কাছে ফের আইপিএল-এর প্রথম ম্যাচ হারল হার্দিকরা।
রবিবারের ম্যাচ ছিল দুই ভারতীয় ক্রিকেট তারকার আত্মসম্মানের লড়াই। লড়াই ছিল হার্দিক ও শুভমনের মধ্যে। প্রথমজন গুজরাটের জার্সি ছেড়ে ফের মুম্বাইয়ের নীল জার্সিতে। তবে, তিনি এবার মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক। অন্যদিকে প্রথমবার গুজরাটের ক্যাপটেনের ভূমিকায় শুভমন গিল। এই লড়াইয়ে শেষ হাসি হাসলো গিল। ৬ রানে ম্যাচ জিতে নেয় গিলের গুজরাট টাইটান্স।
রবিবার গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয় গুজরাট টাইটান্স এবং ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। এদিন ঘরের মাঠে টসে হেরে প্রথমে ব্যাট করে গুজরাট টাইটান্স। শুরু থেকেই মুম্বাইয়ের বোলাররা চাপে রাখে গুজরাটের ব্যাটসম্যানদের।৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়ে গুজরাটের বড় রান তোলার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় জসপ্রিত বুমরা। ফলে ২০ ওভারে ৬ উইকেটে মাত্র ১৬৮ রান তোলে গিলরা।
এরপর অল্প রান চেজ করতে গিয়ে প্রথমে ইশান কিষানের উইকেট হারালেও স্বাভাবিক ছন্দে ছিলেন হিটম্যান রোহিত শর্মা। প্রথমে নমন ধীর এবং পরে ব্রেভিসের সঙ্গে পার্টনারশিপ গড়ে ধীরে ধীরে টার্গেটের দিকে এগোতে থাকে রোহিত। ব্রেভিস-রোহিতের জুটিতে ওঠে ৭৭ রান। এরপর ১২ ওভারে ব্যক্তিগত ৪৩ রানে রোহিত সাই কিশোরের বলে এলবিডব্লু হয়ে প্যাভিলিয়ন ফিরতেই ম্যাচে জাঁকিয়ে বসে গিলরা। এরপর মোহিতের বলে ৪৬ রানে ব্রেভিস কট অ্যান্ড বোল্ড হতেই ম্যাচ থেকে হারিয়ে যায় ৫ বারের চ্যাম্পিয়নরা।
এরপর হার্দিক পাণ্ডিয়া শেষ ওভারে ১টি বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মেরে মরিয়া চেষ্টা করে। কিন্তু, ১৯তম ওভারের ৩য় বলে হার্দিক ক্যাচ আউট হতেই মুম্বাইয়ের জেতার যাবতীয় আশা শেষ হয়ে যায়। শেষওভারে ১৯ রান ডিফেন্ড করে ৬ রানে ম্যাচ জিতে নেয় গুজরাট টাইটান্স। ফলে ক্যাপটেন পরিবর্তন করেও এবারও প্রথম ম্যাচ জেতা হলনা মুম্বাইয়ের। গুজরাটের হয়ে সর্বোচ্চ রান করে ম্যান অফ দ্য ম্যাচ হন সাই সুদর্শন। সাইয়ের ব্যাট থেকে আসে ৩৯ বলে ৪৫ রান।