IPL 2024খেলা

IPL 2024: উইকেটের পেছনে ক্যাপ্টেন কুলের ৩০০ শিকার

Captain cool's 300 behind the wicket

Truth of Benbal:IPL-2024-মৌ বসু:খাতায় কলমে বয়স ৪২ বছর। কিন্তু বয়স যে নেহাতই একটা সংখ্যামাত্র তা আরও একবার প্রমাণ করলেন ‘ক্যাপ্টেন কুল’ মহেন্দ্র সিং ধোনি। বয়স যে তাঁর ক্ষিপ্রতায় ও উইকেটের পেছনে রিফ্লেক্সে থাবা বসাতে পারেনি তা ফের প্রমাণ করলেন বছর ৪২-এর মহেন্দ্র সিং ধোনি। রবিবার টি-২০ ফর্ম্যাটে প্রথম কিপার হিসেবে ক্যাচ এবং স্ট্যাম্পিং মিলিয়ে ৩০০টি শিকার ধরার নজির গড়েছেন ধোনি‌। ধোনির ৩০০ শিকারের মধ্যে রয়েছে ২১৩টি ক্যাচ এবং ৮৭টি স্টাম্প।
দীর্ঘদিন হল আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন ধোনি। তবে এখনও আইপিএলে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি।
রবিবার আইপিএলে বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটেলসের মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস। এই ম্যাচেই উইকেটের পেছনে গ্লাভস হাতে ধোনি গড়ে ফেলেছেন এক অনন্য নজির। রবিবার টি-২০ ফর্ম্যাটে প্রথম কিপার হিসেবে ক্যাচ এবং স্ট্যাম্পিং মিলিয়ে ৩০০টি শিকার ধরার নজির গড়েছেন ধোনি‌। রবিবার রবীন্দ্র জাডেজার বলে পৃথ্বী শয়ের ক্যাচ ধরার পরেই এই নজির গড়েন তিনি। গ্লাভস হাতে উইকেটের পিছনে তিনি যে কতটা ক্ষিপ্র, কতটা ভালো তাঁর রিফ্লেক্স তা ফের একবার প্রমাণ করে দিলেন ধোনি।

Related Articles