IPL 2024

প্লে-অফের আগেই কেকেআরে ভাঙন ! খেলবে না তারকা ক্রিকেটার

Break KKR before the playoffs! The star cricketer will not play

The Truth Of Bengal : আইপিএল চলছে, প্লে অফ পর্বের খেলা রয়েছে ২১  মে থেকে ২৬ শে মে। এদিকে ২২ মে থেকে ইংল্যান্ড পাকিস্তানের বিপক্ষে খেলতে যাবে। এদিকে ইংল্যান্ড  ক্রিকেট বোর্ড ইসিবি আগেই জানিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে যে খেলোয়াড়দের নাম রয়েছে তাদেরকে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে  হবে। সে কারণে এবার ইংল্যান্ডে ফিরলেন কেকেআরের খেলোয়াড় ফিল সল্ট। শুধুমাত্র ফিল সল্টই নন, বাকি খেলোয়াড়রাও ফিরে গিয়েছেন ইংল্যান্ডে ।তার মধ্যে রয়েছেন জস বাটলার , উইল জ্য়াকসের মতো ক্রিকেটাররাও।

গত বছর দিল্লি ক্যাপিটালস এর তরফ থেকে খেলেছিলেন ফিল সল্ট। সেভাবে গত বছর তিনি নজর কাড়তে পারেননি। কিছু সুযোগ পেয়েছিলেন তবে সেই সুযোগকে সেভাবে কাজে লাগাতে পারেননি তবে এ বছর কেকেআর তাকে সুযোগ দিয়েছে । কেকেআরের জেসন রয় সরে দাঁড়াতেই ফিল সল্টকে নেওয়া হয় দলে। কেকেআরের এই মরসুমে সাফল্যের অন্যতম নেপথ্যে যারা রয়েছেন তাদের মধ্যে সুনীল নারিন এবং ফিল সল্টের অনবদ্য পারফরমেন্স। একটি ম্যাচ বাদ দিয়ে দুর্দান্ত পারফর্ম করেছে এই দুই জুটি। ফিল সল্ট ইংল্যান্ডে ফিরে যাওয়া য় রাজস্থানের বিপক্ষে যে ম্যাচ সেই ম্যাচে নারিন – সল্টের জুটি দেখা যাচ্ছে না । তার পাশাপাশি প্লে অফে দেখা যাবে না সল্টকে।

আইপিএলের এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে যদি গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের  না পাওয়া যায় তাহলে বড় ধাক্কা হবে দলগুলোর জন্য।  সে কারণে বিসিসিআইয়ের তরফ থেকে ইসিবি কর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল । কিন্তু ইসিবি এই খেলোয়াড়দেরকে ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নামতে পারবে না বলেই খেলোয়াড়দেরকে দেশে ফিরিয়ে নিয়েছে।

 

Related Articles