ছিপ ফেলে মাছ ধরতে গিয়ে নদী থেকে উঠে এল ‘যকের ধন’! কোথা থেকে এল লক্ষ লক্ষ টাকা?
While fishing, the 'Yak's treasure' came out of the river! Where did the millions of money come from?

The Truth Of Bengal : পৃথিবী গতিশীল আর এই গতিশীল পৃথিবীতে কত কিছুই না ঘটে চলে। কিন্তু সবকিছুই কি আমরা খবর রাখি? এই কেমন ধরুন কেউ গরিব থেকে হঠাৎ করে বড়লোক হয়ে গেল। আবার ধরুন বড়লোক থেকে একেবারে আছড়ে পড়ল গরিবের মত। না সব খবর হয়তো আমাদের পক্ষে জানা সম্ভব হয় না। তবে সম্প্রতি একটা অবাক করা কাণ্ড নিয়ে রীতিমতো তোলপাড় সবাই। এবারে হয়তো সবাই ভাববেন কি এমন ঘটলো যা একেবারে তোলপাড় করে রেখে দিল।
টাকার দরকার পড়ে না এমন মানুষ আজকাল খুব কমই রয়েছেন। কিন্তু সেই টাকা সৎ পথে উপার্জন করতে পারেন কয়জন? তবে ধরুন একেবারে প্রায় কোটি টাকা হাতে পেয়ে গেলেন তাহলে কি করবেন? নিশ্চয়ই সে সময় সৎ -অসৎ এর কথা ভাববেন না। ঠিক এমনই একটা ঘটনা ঘটেছে এক দম্পতির সঙ্গে। জানা যায় নিউইয়র্কের এক দম্পতি রাতারাতি একেবারে কোটিপতি হয়ে গিয়েছেন।
এই দম্পতি রোজ নিয়ম করে নিউইয়র্কের একটি লেখে মাছ ধরতে যেতেন। শুনলে হয়তো অবাক হবেন, তাদের মাছ ধরার বড়শিতে সবসময়ই চুম্বক লাগিয়ে রাখেন। যার ফলে নদী থেকে অনেক সময় অনেক কিছু উঠে আসে। নিউইয়র্কের কোরোনা পার্কের একটি ছোট নদীতে এদিন মাছ ধরতে গিয়েছিলেন ওই দম্পতি। আর সেখানে মাছ ধরতে গিয়েই রাতারাতি একেবারে জীবন বদলে গেল জেমস কেনে এবং বার্বি আগোসতানি নামে এক দম্পতির। তারা তাদের ছিপটিতে চুম্বক লাগিয়ে নদীতে ফেলতেই উঠে আসে একটি লোহার বাক্স। সেই বাক্সতে কি ছিল জানেন? বাক্সের মধ্যে ছিল এক লক্ষ ডলার যা ভারতীয় টাকার ৮৩ লক্ষ টাকা। আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য এলাকায়।