কোথায় হল বিশ্বের প্রথম রোবোটিক পদ্ধতিতে হৃৎপিণ্ডের প্রতিস্থাপন
Where was the world's first robotic heart transplant

Truth of Bengal, মৌ বসু: চিকিৎসা বিজ্ঞানে অসাধ্য সাধন হল সৌদি আরবে। বিশ্বের প্রথম রোবোটিক পদ্ধতিতে হার্ট ট্রান্সপ্লান্টেশন বা হৃৎপিণ্ডের প্রতিস্থাপন হল সৌদি আরবের কিং ফয়জল স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে। আড়াই ঘণ্টা ধরে ১৬ বছরের কিশোরের ওপর এই বিশেষ রকমের অস্ত্রোপচার করা হয়।
জানা গেছে, ওই কিশোর হার্ট ফেলিয়রের একদম শেষ পর্যায় ভুগছিল। রোগী নিজেই চিকিৎসকদের ওপেন হার্ট সার্জারি না করার অনুরোধ করে। বেশি অস্ত্রোপচার করতে হবে না এমন পদ্ধতি বাছার কথা বলে। তারপর চিকিৎসকরা এই জটিল অস্ত্রোপচার করতে রোবোটিক পদ্ধতি অবলম্বন করার সিদ্ধান্ত নেন।
রোগীর শরীরে ছোট্ট ছিদ্র করে অত্যাধুনিক রোবোটিক প্রযুক্তি ঢোকানো হয়। ঝুঁকি ছাড়া রোবট জটিল অস্ত্রোপচার করে। অস্ত্রোপচার ঠিক করতে সপ্তাহ খানেক আগে থেকেই নিখুঁত পরিকল্পনা করেন চিকিৎসকরা। ৩ দিন আগে থেকেই দিনে ৭ বার শল্য চিকিৎসকরা রোবোটিক পদ্ধতিতে অস্ত্রোপচারের প্র্যাকটিস করেন। রোগীর অস্ত্রোপচার সফল হলেও সুস্থ হতে সময় লাগবে ৭ মাস।