আন্তর্জাতিক

ত্রাণ সহায়তা বন্ধ পশ্চিমা দেশগুলির

Relief supplies stopped

The Truth of Bengal: প্যালেস্টাইনের শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থায় ত্রাণ সরবরাহ বন্ধ করে দিচ্ছে একের পর এক পশ্চিমা দেশ গুলি। ২০২৩ সালে ৭ ই অক্টোবর হওয়া ইজরায়েল ও হামাসের সংঘাতে প্যালেস্টাইনের শরণার্থী সংস্থাটির কিছু সদস্য জড়িত ছিল বলে অভিযোগ ইজরায়েলের। সেই কারণে পশ্চিমা দেশগুলির এইরূপ সিদ্ধান্ত। এইদিকে গাজার ত্রাণ সরবারও করার কথা জানিয়েছে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত।

ইজরায়েলের হামলায় গাজায় ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যুর সংখ্যা ১৬৫। গাজার দক্ষিণ অঞ্চলে খান ইউনিস আল আমাল হাসপাতাল ঘিরে রেখেছে ইজরায়েলি সেনা। এই পরিস্থিতিতে হাসপাতাল থেকে মৃতদেহ বের করে নিয়ে আসা সম্ভব নয়। এই কারণে হাসপাতাল চত্বরের মধ্যে মাটির কবর দেওয়া হয়েছে ৩ জনের মৃতদেহ।

জাতিসংঘের মহাসচিব আন্তনিয়ো গুতেরেস এক বিবৃতিতে জানিয়েছে ইউএনআরডব্লিউ এর কর্মীদের পক্ষে এই অভিযোগের পর থেকেই জাতিসংঘ দ্রুত পদক্ষেপ নেওয়ার চেষ্টা চালাচ্ছে। তিনি জানিয়েছেন ইউএনআরডব্লিউ এর প্রধান ফিলিপ্পে লজ্জারিনি ১২ জন কর্মীদের মধ্যে ৯ জনকে ইজরায়েল ও হামাসের সংঘাতে জড়িত থাকার কারণে চাকরি থেকে বহিষ্কৃত করেছেন। বাকিদের খোঁজে তদন্ত চালাচ্ছে জাতিসংঘ।

Related Articles