আন্তর্জাতিক

পাকিস্তানিদের নিয়ে বিরক্তিকর মনোভাব প্রকাশ পশ্চিম এশিয়ার দেশগুলির

West Asian countries expressed their distasteful attitude towards Pakistanis

The Truth Of Bengal: পাকিস্তানি শ্রমিক এবং কর্মীদের কাজ দিতে নারাজ পশ্চিম এশিয়ার দেশগুলি।এরই মাঝে পাকিস্তানি নাগরিকদের সংখ্যা দিনের পর দিন বাড়তে থাকছে যা নিয়ে কয়েকটি উপসাগরীয় দেশগুলির তরফে সতর্কও করা হয়েছে। শুধু তাই নয়, পশ্চিম এশিয়ার দেশগুলি ইতিমধ্যেই নাগরিকদের ‘সহবত’ শেখানোর নির্দেশও দিয়েছে, তার জন্য ইসলামাবাদকে চিঠি পাঠিয়েছে পশ্চিম এশিয়ার দেশগুলি। যদিও সংযুক্ত আরব আমিরশাহি থেকে সৌদি আরব একেবারেই চায় না পাকিস্তান থেকে কর্মীরা তাদের দেশে আসুক।

পাক সংবাদমাধ্যম জিওটিভির প্রতিবেদন অনুযায়ী, প্রবাসী পাকিস্তানিদের নিয়ে সেনেটের স্থায়ী কমিটির একটি বৈঠকে হয় যেখানে পাকিস্তানদের সমস্যা নিয়ে আলোচনা হয় , তাদের উদ্বেগের বিষয়টি সামনে আসে। এরইমধ্যে প্রবাসী পাকিস্তানিদের সচিব আরশাদ মাহমুদের তরফে  কমিটিকে জানানো হয় যে সংযুক্ত আরব আমিরশাহি ,সৌদি আরব , কাতার, কুয়েত চায় না যে পাকিস্তানি কর্মীরা তাদের দেশে গিয়ে কাজ করুক। কিন্তু প্রশ্ন উঠছে যে কেন পশ্চিম এশিয়ার বঞ্চনার স্বীকার হতে হচ্ছে পাকিস্তানকে।রিপোর্ট বলছে পশ্চিম এশিয়াতে কাজ করতে যাওয়া পাকিস্তানিরাই এর জন্য দায়ী। তাদের কাজের জন্যই বিরক্তিকর মনোভাব প্রকাশ করছে সৌদি আরবের মতো দেশগুলি।এখন প্রশ্ন উঠছে, পশ্চিম এশিয়ার দেশগুলিতে গিয়ে কি এমন করে পাকিস্তানি কর্মীরা যে তাদের সহবত শিখতে বলা হচ্ছে।জানা যাচ্ছে, আরব আমিরশাহিতে নিয়ম অনুযায়ী পশ্চিম এশিয়ার মতো দেশগুলিতে বার্ষিক ১৬ লক্ষ পাকিস্তানি সে দেশে থাকতে পারে কিন্তু এখন সেই সংখ্যাটা ছাড়িয়ে ১৮ লক্ষ পেরিয়ে  গেছে।

রিপোর্টে আরও বলা হয়েছে যে আরব আমিরশাহিতে যা অপরাধ হয় তার ৫০ শতাংশের নেপথ্যেই রয়েছে পাকিস্তানিদের ভূমিকা। রিপোর্টে আরও বলা হয়েছে পাকিস্তানিরা তীর্থযাত্রার নামে সেখানে গিয়ে ভিক্ষা করছে তারপর সেই টাকা জমিয়ে কেউ ফিরে এলেও কেউ আবার সেখানে আশ্রয় নিয়েছে। সম্প্রতি বেশ কয়েকজন পাকিস্তানি পুরুষ দুবাইয়ে গিয়ে মেয়েদের আপত্তিকর ভিডিও তুলতে গিয়ে ধরা পড়েছেন আবার কেউ কাতারে হেলমেট পরে কাজ করতে চাইছে না সব মিলিয়ে পাকিস্তানি কর্মীরা একাধিক প্রশ্নের মুখে পড়ছে এবং যাদের জন্য জেরবার হতে হচ্ছে  আরব আমিরশাহি, কাতার, সৌদি আরবের মতো দেশগুলিকে।

Related Articles