আন্তর্জাতিকদেশরাজনীতি
Trending

স্থগিত ‘INDIA’ জোটের বুধবারের বৈঠক , বেসুরো সুর শরিকদের…

Wednesday's Meeting of 'INDIA' Alliance Postponed

The Truth Of Bengal: যাচ্ছেন না আগেই জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পরে বৈঠকে হাজির না থাকার কথা জানান অন্যতম জোটসঙ্গী নীতীশ কুমার, অখিলেশ যাদব এমকে স্ট্যালিনরা। শরিকরা বেসুরো বাজতেই স্থগিত  ইন্ডিয়া জোটের বুধবারের বৈঠক। ২৪-এর লোকসভা ভোটের আগে তিন রাজ্যে কংগ্রেসের ভরাডুবিতে কি ইন্ডিয়া জোটে ফাটল? উঠছে প্রশ্ন।

২০২৪ লোকসভা ভোটের আগে সেমিফাইনাল ছিল ৫ রাজ্যের বিধানসভা ভোট। এই ভোটে একেবারে মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস। ৪ রাজ্যের মধ্যে কেবল দক্ষিণের তেলঙ্গানায় মুখরক্ষা করতে পেরেছে হাত শিবির। বড় তিন রাজ্যে বিরাট জয় পেয়েছে বিজেপি। ভোটের ফলপ্রকাশের পর উজ্জীবিত গেরুয়া শিবির যেমন উজ্জীবিত, তেমনই উদ্বেগ বেড়েছে বিরোধী শিবিরে। এখন প্রশ্ন উঠছে ‘ইন্ডিয়া’ জোটের ভবিষ্যৎ নিয়ে। এমন অবস্থায় ৬ ডিসেম্বর ইন্ডিয়া জোটের পূর্ব নির্ধারিত বৈঠক স্থগিত হয়ে গেল। বুধবারের বৈঠকে যাচ্ছেন না আগেই জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পরে বৈঠকে হাজির না থাকার কথা জানান অন্যতম জোটসঙ্গী নীতীশ কুমার, অখিলেশ যাদব এমকে স্ট্যালিনরা। শরিকরা বেসুরো বাজতেই কি স্থগিত হয়ে ইন্ডিয়া জোটের বুধবারের বৈঠক? ২৪-এর লোকসভা ভোটের আগে তিন রাজ্যে কংগ্রেসের ভরাডুবিতে কি ইন্ডিয়া জোটে ফাটল? উঠছে এমন একাধিক প্রশ্ন।

চার রাজ্যে ফলপ্রকাশের পর ৬ ডিসেম্বর দিল্লিতে INDIA জোটের বৈঠক ডেকেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। নতুন করে লড়াইয়ে স্ট্র্যাটেজি ঠিক করতে এই বৈঠক বলে প্রাথমিকভাবে জানা গিয়েছিল। কিন্তু একদিনের মধ্যেই জোট শরিকদের অনেকেই বেসুরো বাজতেই বদলে গেল সমীকরণ।

তিন রাজ্যের নির্বাচনে ভরাডুবির জন্য কংগ্রেসের একলা চলার মনোভাবকে দায়ী করেন অনেক নেতা। বিরোধী আঞ্চলিক দলগুলি কংগ্রেসের এই দাদাগিরি মনোভাব নিয়ে সরব হয়েছে। এই পরিস্থিতিতে জোটের মধ্যে সমন্বয় নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার সেই মতানৈক্য সামনে চলে এল। স্থগিত হয়ে গেল ইন্ডিয়া জোটের বৈঠক। পরবরতি বৈঠক কবে হবে, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

Free Access

Related Articles