বাংলাদেশের ১৫ জেলায় সতর্কবার্তা, ৬০ কিমি বেগে ঝড়-বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
Warning in 15 districts of Bangladesh, possibility of rain with thunderstorm at 60 km speed

Truth Of Bengal: ওপার বাংলার রাজধানী ঢাকা সহ ১৫ জেলার সর্বোচ্চ ৬০ কিমি গতি বেগে ঝড়-বজ্রসহ বৃষ্টি হওয়ার সভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া দফতর। সে দেশের নদীবন্দরগুলোর জন্য ১৫ সেপ্টেম্বর রবিবার দুপুর ১টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তা থেকে এ বিষয়ে জানা গিয়েছে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বই করা নথিতে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, পাবনা, ফরিদপুর, যশোর, বগুড়া, টাঙ্গাইল, কুষ্টিয়া, পটুয়াখালী, নোয়াখালী, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি গতি বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হয়েছে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হওয়ার আশঙ্কা রয়েছে।
অন্য এক পূর্বাভাসে বলা হয়, সে দেশের দক্ষিণপূর্বাংশে অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত নিয়েছে। বর্তমানে যেটা পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। এমন পরিস্থিতিতে ও দেশের প্রায় সব এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।