ট্রাম্পকে খুনের ছক, অর্থ জোগাতে গিয়ে মা-বাবাকে হত্যা! ধৃত মার্কিন কিশোর
US teenager charged with plotting to assassinate Trump, killing parents to raise money

Truth Of Bengal: মার্কিন প্রেসিডেন্টকে হত্যা করতে টাকা সংগ্রহের জন্য বাবা মাকে খুন করলো ছেলে। এক মার্কিন কিশোরের বিরুদ্ধে ওঠে এই অভিযোগ। জানা যাচ্ছে বছর সতেরোর কিশোর নিকতা কাশ্যপকে পুলিশের তরফ থেকে গ্রেফতার করা হয়েছে আগেই। সম্প্রতি প্রকাশ্যে এসেছে, তার বিরুদ্ধে জারি মার্কিন পুলিশের গ্রেফতারি পরোয়ানা। সেখানেই দাবি, আমেরিকায় সরকার ফেলে দিতে এবং আমেরিকার প্রেসিডেন্টকে খুন করতে অর্থ জোগাড়ের চেষ্টা চলছিল ওই যুবক। তার কারণেই এভাবে নিজের বাবা ও মাকে খুনের সিদ্ধান্ত নেওয়া তার।
জানা যায়, গত ফেব্রুয়ারিতে নিজের বাড়িতেই খুন হন ডোনাল্ড মেয়র ও ততোয়ান কাশ্যপ। আমেরিকার উইসকনসিন প্রদেশে ঘটে এই ঘটনা। নিকিতার সৎবাবা ছিলেন মেয়ার। অভিযোগ ছিল, নিকিতাই গুলি করে হত্যা করে তাদের। সেই ঘটনা ঘটানোর বেশ কিছুদিন পর পর্যন্ত ওই দেহগুলি পচন ধরা অবস্থাতে রেখে দেওয়া হয়েছিল বাড়িতেই। শেষ পর্যন্ত বাড়ির পোষ্যটিকে সঙ্গে নিয়ে প্রায় চোদ্দো হাজার ডলার ও পাসপোর্ট সঙ্গে নিয়ে ঘটনাস্থল ছারে অভিযুক্ত।
পুলিশ সূত্রে জানা যায়, গত মাসেই তাকে গ্রেফতার করা হয় কানসাস প্রদেশ থেকে। বর্তমানে ওই ব্যক্তিকে রাখা হয়েছে উইসকনসিন প্রদেশের একটি জেলে।
মার্কিন প্রশাসনের তরফ থেকে অভিযোগ করে জানানো হয়, ওই কিশোরের এবং বিস্ফোরক কেনার ভাবনা চিন্তা ছিল। সেই টাকা জিগারের জন্যই নিজের মা ও বাবাকে খুন করে সে। মার্কিন তদন্তকারীরা জানান, নিজের ষড়যন্ত্রের কথা রুশভাষীও একজনকে জানায় সে। ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে এসে পৌঁছায় তিন পাতার একটি ইস্তেহারও। ওই ইস্তেহারটিও নিকিতাই নিজের হাতে লিখেছেন বলে তদন্তকারীদের অনুমান।