আন্তর্জাতিক

যুদ্ধের দামামা বেজে গিয়েছে মধ্যপ্রাচ্যে!  

Us Siriya Attack

The Truth of Bengal: পূর্ব সিরিয়ায় ইরানের একটি অস্ত্র ভাণ্ডারে বোমা চালিয়ে হামলা চালায় মার্কিন এফ ১৫ যুদ্ধ বিমান। হামলার জেরে মৃত্যু হয়ে ৯ জনের। হামলার ঘটনায় মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেন সিরিয়া মার্কিন সেনা কে লক্ষ করে নিশানা করছে। সেই কারণেই সিরিয়ার ওপর এই হামলা চালান হয়। তিনি আরও বলেন পূর্ব সিরিয়ায় ইরান সেনা বাহিনীর ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস এর একটি অস্ত্রভাণ্ডারে বিমান থেকে বোমা বর্ষণ চালায়  মার্কিন সেনাবাহিনী।

মার্কিন সেনা কর্মীদের বিরুদ্ধে কাডস ফোর্সের আক্রমণের পাল্টা উত্তর দিতেই  ইরান ও সিরিয়ায় এই হামলা চালানো হয়। তিনি জানিয়েছেন ভবিষ্যতে আরও বড় পদক্ষেপ নেওয়া হবে । ইরান সমর্থিত হেজবুল্লাহ জঙ্গি গোষ্ঠী হামাসের বন্ধু হওয়ায় ইজরায়েল ও হামস সংঘর্ষে লেবানন ও ইজরায়েল সীমান্তেও উত্তেজনা চরমে।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পরিষ্কার ভাবে জানিয়ে দেন হামাস কে নিয়ে তারা গর্বিত। ইজরায়েল ও হামাস যুদ্ধের পরিস্থিতিতে মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধে হামলা করার ক্ষেত্রে ইরাক ও সিরিয়ার বিভিন্ন ছোট খাটো জঙ্গি গোষ্ঠী কে মদত যোগাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে জুড়ে ইজরায়েল ও হামাস যুদ্ধকে ছড়িয়ে দিতেই এই ষড়যন্ত্র ইরানের। মার্কিন সেনার বিরুদ্ধে নানা রকম কৌশল চলাচ্ছে এই ইসলামিক দেশটি।

Free Access

Related Articles