আন্তর্জাতিক

মস্কোর কনসার্টে হামলা নিয়ে আমেরিকা-রাশিয়ার বিবাদ, রাশিয়ার ইউক্রেন যোগ মানতে নারাজ মার্কিন যুক্তরাষ্ট্র

US-Russia dispute over Moscow concert attack

The Truth of Bengal: মস্কোর ক্রোকার্স হলে নৃশংসতম হামলার ঘটনায় রবিবার শোকদিবস পালন করে রাশিয়া। রাজধানী সহ অন্যত্র অর্ধনমিত রাখা হয় সেদেশের জাতীয় পতাকা। মৃতের সংখ্যা দেড়শ ছুঁইছুঁই দাঁড়িয়েছে। আহত অনেকেই। বিগত ২০বছরে এরকম হামলা হয়নি বলে জানা গেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়েছেন,সন্ত্রাসবাদী হামলার পিছনে যাদের হাত রয়েছে তাদের কঠোরতম ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে,১১জন সন্দেহভাজনের মধ্যে ৪জন বন্দুকবাজ রয়েছে।

হামলাকারীদের সঙ্গে আইসিসের আফগান শাখার যোগ রয়েছে বলে দাবি করেছে, কুখ্যাত আর্ন্তজাতিক সন্ত্রাসবাদী সংগঠন। যদিও রাশিয়া আইসিসের বদলে ইউক্রেনকে দায়ি করেছে। আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন,মস্কো হামলায় ইউক্রেন যোগের কোনও প্রমাণ মেলেনি।কিয়েভও এই একই দাবি করেছে।ইউক্রেনের  বিদেশ দফতর দাবি করেছে, শুক্রবারের মস্কো হামলার সঙ্গে কোনওভাবেই জড়িত নয় তাঁদের দেশ।

এভাবে ইউক্রেনকে জড়িয়ে দেওয়ার রাশিয়ার অপপ্রয়াস কোনওভাবেই সফল হবে না। রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা এক্স হ্যান্ডেলে স্পষ্ট করেছে,আমেরিকার কাছে এই সংক্রান্ত গোয়েন্দা তথ্য থাকলে তা অবিলম্বে রাশিয়ার সঙ্গে শেয়ার করা হোক।আর যদি তথ্য না থাকে তাহলে কোনওভাবেই যেন আমেরিকা সন্ত্রাসবাদী কার্যকলাপকে প্রশয় না দেয়।  তাই রাশিয়ার কনসার্টে ভয়ঙ্করতম হামলা নিয়ে বিতর্ক যে পিছু ছাড়ছে না তা বলাই যায়।