
Truth Of Bengal: পহেলগাঁওতে সন্ত্রাসী হামলার পরে ১৫ দিনের মাথায় পাকিস্তানকে প্রত্যাঘাতের জবাব দিল ভারত। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তানে, বিশেষত পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটিগুলিকে নিশানা করে চালানো হয় এই অভিযান। পাকিস্তানে হামলা চালানোর পরেই ভারতের পাশে দাঁড়ালেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যান শ্রী থানেদার।
এই হামলাকে সমর্থন করে মার্কিন এমপি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, সন্ত্রাসবাদ মেনে নেওয়া যায় না এবং ভারতের তার জনগণকে রক্ষা করার অধিকার রয়েছে। অন্যদিকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে মার্কিন আইনপ্রণেতারা জানিয়েছেন,সন্ত্রাসবাদ সহ্য করা যাবে না, এবং এর জবাব দিতে হবে।
ভারতের তার জনগণকে রক্ষা করার অধিকার আছে।আমি আমার মিত্র দেশের সাথে দৃঢ়ভাবে আছি।পাশাপাশি মার্কিন আইনপ্রণেতা ডোনাল্ড ট্রাম্প সরকারকে ভারতের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আরও লিখেছেন,‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকার সর্বদা তার মিত্রদের পাশে দাঁড়ানো উচিত।’
উল্লেখ, ‘অপারেশন সিঁদুর’ পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন,‘এটা লজ্জার। আমরা এই মাত্র খবর পেলাম। মনে হয়, অতীতে যা হয়েছে, তার ভিত্তিতে কিছু একটা যে হতে চলেছে, মানুষ তা জানত। অনেক দিন ধরে ওরা লড়ছে।
আমি আশা করছি, দ্রুত এই সংঘাত থামবে।’পরে আমেরিকার বিদেশসচিব রুবিয়ো এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়ে দিয়েছেন ভারত এবং পাকিস্তানের পরিস্থিতির দিকে নজর রেখেছে হোয়াইট হাউস।ওয়াশিংটনের ভারতীয় দূতাবাস পরে জানায়, ভারত হামলা চালানোর পরেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে কথা হয়েছে বিদেশমন্ত্রী মার্কো রুবিও।অভিযানের বিষয়ে ডোভাল তাঁকে বিশদে জানিয়েছেন। সেইসঙ্গে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জও।