আন্তর্জাতিক

আমেরিকার নির্বাচনী ফলের প্রভাব পড়বে না ভারত-আমেরিকা সম্পর্কে: এস জয়শঙ্কর

US election results will not affect India-US relations: S Jaishankar

Truth Of Bengal: গত ৬ নভেম্বর আমেরিকায় প্রসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয়বারের জন্য হোয়াইট হাউসে প্রবেশ করলেন প্রক্তন প্রসিডেডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কমলা হ্যারিসকে হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন তিনি। এই জয়ের পরই ট্রাম্পকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর রবিবার মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগদান করে জানান, নানা দেশ আমেরিকার নির্বাচেনের ফল নিয়ে চিন্তিত হলেও, ভারত উদ্বিগ্ন নয়। তিনি বলেন, আমেরিকার নির্বাচনের ফল ভারত-আমেরিকার সম্পর্কের উপর কোনও প্রভাবই ফেলবে না। আমেরিকার একাধিক প্রেসিডেন্টের সঙ্গে এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুসম্পর্ক ছিল।

এমনকি এবারের নির্বাচনে জয়ের পর ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে শুভেচ্ছা জানান তিনি। জয়লাভের পর ট্রাম্পের ফোনে প্রথম তিনটি ফোন কলের মধ্যে একটি হল প্রধানমন্ত্রী নেরেন্দ্র মোদির ফোন কলের মাধ্যমে শুভেচ্ছাবার্তা। এস জয়শঙ্কর জানান, বর্তমান সময়ে ভারতের বিদেশনীতির মূল লক্ষ্যই হল অর্থনৈতিক নীতির উপর জোর। জাতীয় নিরাপত্তা সুনিশ্চিতের পাশাপাশি জাতীয় উন্নয়নের লক্ষ্যেই এই নয়া নীতি ভারতের।

রবিবারের এই অনুষ্ঠানে যোগদান করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারত প্রকল্পের প্রশংসা করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

Related Articles