
The Truth of Bengal: ইরাক ও সিরিয়ায় প্রায় ৩০ মিনিট ধরে বিমান হামলা চালিয়েছে আমেরিকা। গত রবিবার আমেরিকার জর্ডানের একটি সেনা ঘাঁটিতে ইরাক সমর্থিত এক জঙ্গি গোষ্ঠীর হামলায় প্রাণ হারিয়েছে ৩ জন মার্কিন সেনা। এবার সেই সেনা হত্যার প্রতিশোধ নিতে বিমান হামলা চালিয়েছে আমেরিকা। হামলা চালান হয়েছে বি ১ বম্বার যুদ্ধ বিমানের দ্বারা।
মার্কিন সেনা জানিয়েছে ইরানের সেনা বাহিনী ও তেহরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালিয়েছে আমেরিকা। বিশেষ করে ইরানের কুর্দুস বাহিনীকে লক্ষ্য করে ইরানের প্রায় ৮৫ ঘাঁটিতে হামলা চালিয়েছে আমেরিকা। এই হামলার জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ করা না হলেও সিরিয়ার এক সংবাদ মাধ্যমে জানানো হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই হামলায়।
জর্ডানে হামলা হওয়ার পরেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিল মার্কিন সেনা হত্যার পাল্টা জবাব তারা খুব শীঘ্রই দেবে। আমেরিকা তাদের পছন্দের মত জায়গা এবং তাদের সময় অনুযায়ী হামলা চালাবে বলে জানিয়েছিল। আমেরিকা কখনই চাইনা মধ্য প্রাচ্য বা বিশ্বের কোথাও যুদ্ধ হোক। কিন্তু কেউ যদি আমেরিকার ক্ষতি করতে চাই তাহলে সেই দেশকেও ছেড়ে কথা বলবেনা জো বাইডেন সরকার।