আন্তর্জাতিক

ইউক্রেনকে শেষ সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের! ২৫ কোটি ডলারের সামরিক প্যাকেজ

Ukraine

The Truth of Bengal: ইউক্রেনকে শেষ সামরিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিরুদ্ধে লড়াইরত ইউক্রেনের জন্য ২৫ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। কংগ্রেসের নতুন তহবিলের অনুমোদন ছাড়া এটিই কিয়েভের জন্য যুক্তরাষ্ট্রের শেষ সহায়তা প্যাকেজ। তবে যে শেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে তাতে যে সহায়তার কথা বলা হয়েছে সেই সহায়তার মধ্যে আছে, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও গোলাবারুদ, রকেটের জন্য ব্যবহৃত অতিরিক্ত গোলাবারুদ, ১৫৫এমএম ও ১০৫এমএম গোলাবারুদ, সাঁজোয়া যান বিধ্বংসী গোলাবারুদ।

তবে ইউক্রেনের পরিস্থিতি জটিল হলেও রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে সহায়তা দেওয়া অব্যাহত রাখতে হলে মার্কিন কংগ্রেসকে এখন নতুন করে সিদ্ধান্ত নিতে হবে।কারণ ইউক্রেনকে সহায়তা দেওয়া নিয়ে কংগ্রেসে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে মতবিরোধ আছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত নিরাপত্তা জোরদার না করলে কিয়েভের জন্য নতুন তহবিল বরাদ্দে অনুমতি দিতে রাজী নন রিপাবলিকানরা।

আর্থিক সহায়তা পেতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রে দৌড়ঝাঁপ করেও রিপাবলিকানদের মন গলাতে পারেননি। এদিকে ইউক্রেনের জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাঁচ হাজার কোটি ইউরোর একটি সহায়তা প্যাকেজ হাঙ্গেরির ভেটোর কারণে আটকে গেছে। এদিকে ইউক্রেন চার হাজার ৩০০ কোটি ডলারের বাজেট ঘাটতির সম্মুখীন। তবে ইউক্রেনে যদি সহায়তা দেওয়া বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কতদিন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম হবে সেটাই দেখার।

Related Articles