আন্তর্জাতিক

হংকং এর এক পার্কে জন্ম নিল দুটি পান্ডা শাবক, একটি ছেলে ও অন্যটি মেয়ে, ইতিমধ্যেই ছবি পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়ায়

Two panda cubs were born in a park in Hong Kong

The Truth of Bengal: ফুটফুটে দুটি শাবকের জন্ম দিল ১৯ বছর বয়সী এক পান্ডা। চিনের হংকং শহরের ওশান পার্কে থাকা এই বড় আকারের পান্ডার নাম ইং ইং। মানুষের ৫৭ বছর বয়স, ইং ইং এর ১৯ বছর বয়সের সমান। ইং ইংকে বিরল বলা হচ্ছে তার কারণ পান্ডার বয়স অনেক বেশি। এতো বয়সে এই পান্ডা জন্ম দেয় দুই শাবকের। দুটি শাবকের মধ্যে একটি মেয়ে ও অন্যটি ছেলে। ইতিমধ্যেই দুটি শাবকের একটি ছবিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

যা দেখে খুশিতে আপ্লুত হয়ে সুবেচ্ছা বার্তা জানিয়েছে বহু মানুষ। জন্মের পর ২৪ ঘণ্টার জন্য বিশেষ ভাবে পর্যবেক্ষণে রাখা হয় শাবক দুটিকে। দুটি শাবকই এখন সুস্থ আছে বলে জানিয়েছে পার্কের কর্তৃপক্ষ। পান্ডা পছন্দ করেননা এমন মানুষ দেখা পাওয়া কঠিন। এই নিরীহ প্রাণীটি ক্ষতি করেনা কারুর। ছোটবেলায় অনেকেই পান্ডার পুতুল কিনে থাকে। বাচ্চাদের পছন্দের প্রাণী এই পান্ডা। অনেকটা ভালুকের মতো দেখতে প্রাণীটি।

তবে ভালুক যেমন পুরোটাই নয় সাদা রঙের হয়, কিংবা কালো রঙের হয়, পান্ডা হয় সব সময় সাদা কালো, মিশিয়ে। আবার রেড পান্ডাও দেখা যায় কিছু কিছু অঞ্চলে। চোখ দুটি কালো হলেও মুখ সাদা লোমে ঢাকা, আবার হাত আর পা কালো লোম দিয়ে ঢাকা। আসলে সাদা কালো পান্ডার দেখা পাওয়া যায় দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য চীনের পাহাড়ি ঢালের ঘন বাঁশবনে। খিদে পেলে এরা সাধারণত বাঁশ খায়। চুপচাপ শান্ত প্রকৃতির এই প্রাণী নিজের খেয়ালেই মত্ত থাকে।