
The Truth of Bengal: বড়দিনের ছুটির আমেজে যখন সারা বিশ্ব মেতে অন্য দিকে প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত আস্ট্রেলিয়া ও কঙ্গো। ২৫ ও ২৬ ডিসেম্বর অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ড প্রদেশে ভারী বৃষ্টি ও শিলা বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাড়ি সহ বিদ্যুৎ পরিষেবা। ঝোড় বাতাসের জেরে একের পর এক বাড়ির চাল উড়ে যায় , অনেক গাছও উপড়ে পরে। তীব্র ঝড় ও বজ্রপাতের কারণে এখনও পর্যন্ত মোট ৯ জনের মৃত্যু হয়েছে অস্ট্রেলিয়ায়।
প্রায় ৯০ হাজারেরও বেশি পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। কুইন্সল্যান্ডের এক পুলিশ কমিশনার জানিয়েছেন গ্রিন আইল্যান্ডে ভ্রমণকারী যাত্রী বাহি ইয়ট ডুবে যায় যেখানে ছিল ১১ জন যাত্রী। তাদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। জিএমপি শহরের কাছে দুজন মহিলাও মারা গেছে বলে জানিয়েছে পুলিশ কমিশনার। ব্রিসব্রেনের দক্ষিণে জলের তোরে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে এক ৯ বছরের বয়সী এক মেয়ের।
বৃষ্টির কারণে আস্ট্রেলিয়ার নিচু অঞ্চল গুলি প্লাবিত হওয়ার আশঙ্কার কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। অন্যদিকে টানা ভারী বৃষ্টির জেরে বন্যা দেখা দিয়েছে কঙ্গোর একাধিক এলাকায়। এখানেও বন্যার জেরে মৃত্যু হয়েছে ২২ জনের। এর মধ্যে রয়েছে একই পরিবারের ১০ জন। বৃষ্টির মধ্যেই আবার ঘটেছে ভূমিধ্বসও। দেওয়াল চাপা পরে মারা গেছে বহু জন।