আন্তর্জাতিক

৪ বছর পরে খ্রিস্টানদের আর ভোট দিতে হবে না’, ট্রাম্পের মন্তব্যে তোলপাড় আমেরিকা

Trump's comments upset America

The Truth of Bengal: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে বাড়ছে উত্তাপ। একদম খোলাখুলি মেরুকরণের পথে হাঁটলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরাসরি খ্রিস্টানদের প্রতি বিশেষ আর্জি জানালেন, সেইসঙ্গে আক্রমণ শানালেন কমলা হ্যারিসকে।

রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প শুক্রবার খ্রিস্টানদের  উদ্দেশ্যে  বলেছিলেন, যে তারা যদি এই নভেম্বরে তাকে ভোট দেয়,  আগামী  “চার বছরের মধ্যে, তাঁদের  আর ভোট দিতে হবে না। আমরা এটি এত ভালভাবে ঠিক করব, আপনাকে ভোট দিতে হবে না। ” ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে রক্ষণশীল দল টার্নিং পয়েন্ট অ্যাকশন আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন ট্রাম্প।

তিনি বলেন, ‘আমার প্রিয় খ্রিস্টানরা, এবারই শুধু আপনাদের বাইরে বেরিয়ে ভোট দিতে হবে। এরপর আপনাদের আর ভোট দিতে হবে না। আমি আপনাদের ভালোবাসি খ্রিস্টানরা।’  তিনি যখন খ্রিস্টানদের বলেছিলেন যে তাদের চার বছর পরে ভোট দিতে হবে না তখন তিনি কী বোঝাতে চেয়েছিলেন তা পরিষ্কার ছিল না। রয়টার্স ট্রাম্প প্রচারের কাছে পৌঁছেছে যা তার মন্তব্যের কোনও ব্যাখ্যা দেয়নি।  এসময় কমলাকে আক্রমণ করে ট্রাম্প বলেছেন, ‘এই নভেম্বরে কমলা হ্যারিসের উদারপন্থী চরমপন্থাকে নাকচ করে দেবেন আমেরিকার মানুষ। ভোটে ধরাশায়ী হয়ে যাবেন কমলা হ্যারিসরা।’

যদিও ট্রাম্পের এই মন্তব্য নিয়ে কমলা হ্যারিস আপাতত কোনও মন্তব্য করেননি। এমনকি সরাসরি কোনও মন্তব্য করেননি মার্কিন ভাইস-প্রেসিডেন্টের প্রচারের সঙ্গে যুক্ত কোনো কর্মকর্তাও। তবে সার্বিকভাবে ট্রাম্প যে ভাষণ দিয়েছেন, সেটাকে উদ্ভট এবং পশ্চাদমুখী বলে উল্লেখ করেছেন কমলার প্রচারের মুখপাত্র জেসন সিঙ্গার।

Related Articles