আন্তর্জাতিক

রাশিয়াকে ফের জি৭ জোটে পেতে চান ট্রাম্প

Trump wants Russia back in G7 alliance

Truth Of Bengal: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, তিনি রাশিয়াকে বিশ্বের উন্নত সাত দেশের জোট জি৭-এ ফিরিয়ে আনতে চান। মস্কোকে জোটটি থেকে বহিষ্কার করা ভুল ছিল বলেও মন্তব্য করেছেন তিনি। ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখলের আগ পর্যন্ত শিল্পোন্নত দেশগুলির এই জোটের সদস্য ছিল রাশিয়া।

তখন জোটটি জি৮ নামে পরিচিত ছিল। ক্রিমিয়া দখলের পর মস্কোকে জোটটি থেকে বহিষ্কার করা হয়। ট্রাম্প হোয়াইট হাউসে নতুন করে শুল্ক ঘোষণা করার সময় বলেন, ‘আমি তাদের (রাশিয়া) ফিরিয়ে আনতে চাই। আমার মনে হয়, তাদের বাদ দেওয়া ভুল ছিল। দেখুন, বিষয়টি আসলে রাশিয়াকে পছন্দ করা বা না করার নয়। এটি ছিল জি৮।’

ট্রাম্প আরও বলেন, ‘আমি বলেছিলাম, তোমরা কী করছ? তোমরা সবাই কেবল রাশিয়ার কথা বলছ। তাদের আলোচনার টেবিলে বসা উচিত। আমার মনে হয় পুতিন ফিরে আসতে পছন্দ করবেন।’

কানাডা এই বছর জি৭ জোটের সভাপতির দায়িত্ব পালন করছে। ট্রাম্পের এই মন্তব্যের তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানায়নি জাস্টিন ট্রুডোর দেশ।

Related Articles