‘নিঃশর্ত রেহাই’! শপথের আগে ঘুষকাণ্ডে স্বস্তিতে ট্রাম্প
Trump relieved over porn star bribery scandal before inauguration

Truth Of Bengal: গত বছর নভেম্বরে বিপুল ভোটে কমলা হ্যারিসকে হারিয়ে ফের মার্কিন কুর্সি ছিনিয়ে নিলেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিতে চলেছেন রিপাবলিকান নেতা। তবে, তার আগে পর্নস্টার ঘুষকাণ্ডে প্রবল অস্বস্তিতে পড়েছিলেন। সেই ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। ট্রাম্পের সাজা ঘোষণা নিয়ে তারপর থেকেই জোরদার জল্পনা শুরু হয়েছেল। তবে, এবার জানা যাচ্ছে, মসনদে বসার আগে ডোনাল্ড ট্রাম্পকে ‘নিঃশর্ত রেহাই’ দিল মার্কিন আদালত। অর্থাৎ জেল কিংবা জরিমানা কিছুই হচ্ছে না তাঁর।
উল্লেখ্য, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে ধুষ দেওয়ার অভিযোগ উঠেছিল ট্রাম্পের বিরুদ্ধে। ২০২৪-এ এই মামলায় দোষীও সাব্যস্ত হন। আমেরিকার রাজনৈতিক মহলের একাংশ মনে করেছিল, এর ফলে তিনি ধাক্কা খেতে পারেন ভোটে। তবে, তা তো হলই না বরং বিপুল ভোটে ডেমোক্র্যাটিক প্রার্থীকে ধরাশায়ী করেন ট্রাম্প।
নির্বাচন জেতার পরই এই মামলার শাস্তি থেকে অব্যহতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু সেই আর্জি খারিজ করে আদালতের তরফে জানানো হয়, প্রেসিডেন্ট পদে বসলেও রক্ষাকবচের কোনও প্রশ্নই নেই। ফলে গুঞ্জন তৈরি হয়েছিল, তাহলে কি নতুন করে মসনদে ফেরার আগেই বড় অস্বস্তিতে পড়তে পারেন ট্রাম্প।
শুক্রবার ভার্চুয়ালি হাজিরা দেন ট্রাম্প। জানান, তিনি সম্পূর্ণ নির্দোষ। এরপরই বিচারক বলেন, ”এই আদালত নির্ধারণ করেছে যে দেশের সর্বোচ্চ পদের উপর হস্তক্ষেপ না করেই রায় বা দোষী সাব্যস্ত হওয়ার একমাত্র আইনসঙ্গত শাস্তি হল নিঃশর্ত অব্যাহতি।”