আন্তর্জাতিক

ক্লাসে অনিয়মিত? বাতিল হতে পারে ভিসা! পড়ুয়াদের সতর্ক করল ট্রাম্প সরকার

Trump administration warns students who are irregular in class: Visa may be cancelled

Truth Of Bengal: চলতি মাসে আমেরিকার অভিবাসন এবং শুল্ক সংস্থা আইসিই বিদেশি পড়ুয়াদের সতর্ক করে। এবার স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকার পড়ুয়াদের সতর্ক করল ট্রাম্পের সরকার।

নয়াদিল্লিতে আমেরিকার দূতাবাস থেকে জানানো হয়েছে, সে দেশে গিয়ে ক্লাসে যদি কেউ অনিয়মিত থাকে তবে সেই ভিসা বাতিল হয়ে যেতে পারে। দূতাবাসের তরফ থেকে জানানো হয়েছে, আমেরিকায় পড়তে গিয়ে স্কুল ছুট হলে, ক্লাস না করলে কিংবা স্কুল কর্তৃপক্ষকে না জানিয়ে পাঠক্রম ছেড়ে দিলে সেই স্টুডেন্টের ভিসা বাতিলের সম্ভাবনা হয়েছে।

পাশাপাশি, আগামী দিনেও আমেরিকার ভিসা না পাবার সম্ভাবনা রয়েছে। জানানো হয়েছে, যে কোনও সময়ের জন্য শর্ত একই থাকবে। শুধু আমেরিকাই নয়, যে কোনও দেশের জন্য পড়ুয়াদের ভিসার মেনে চলতে হবে। অন্যথায়, ভিসা বাতিল হতে পারে।  সাম্প্রতিক পরিস্থিতিতে আমেরিকার দূতাবাস যথেষ্ট গুরুত্বপূর্ণ।

Related Articles