আন্তর্জাতিক

পর পর তিনটি যানবাহনে ধাক্কা বেপরোয়া বাসের, নিহত ৫

Three vehicles crushed by reckless bus, 5 killed

Truth Of Bengal: ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় মর্মান্তিক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ধাক্কা মারে পরপর দাঁড়িয়ে থাকা দুটি প্রাইভেট গাড়ি এবং একটি মোটরবাইকে। ঘটনায় মৃত্যু হয় ৫ জনের, জখম প্রায় ১০। শুক্রবার বেলা ১১ টা নাগাদ ঘটে এই দুর্ঘটনা।

হতাহতের খবর নিশ্চিত করে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, ”বেলা ১১ টা নাগাদ সেতুর টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে ছিল একটি যাত্রীবাহী মাইক্রোবাস, একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল। তখন ঢাকা-কুয়াকাটা রুটের ব্যাপারী পরিবহনের একটি বাস থেমে থাকা তিনটি যানবাহনকে চাপা দেয়। গাড়িগুলো দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। আহত ব্যক্তিদের ঢাকার মিডফোর্ট হাসপাতালে পাঠানো হয়। পরে ওই হাসপাতাল সূত্রে জানতে পারি পাঁচজন মারা গেছেন।”

দুর্ঘটনার সময়ের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যায় বেপরোয়া গতিতে আসে বাসটি। পরপর তিনটি গাড়িটিকে পিষে দেয়। প্রাইভেট গাড়ি এবং মোটরবাইক দুমড়ে মুচড়ে যায়। পরে সেগুলি ক্রেনের সাহায্যে সরিয়ে দেওয়া হয়।