আন্তর্জাতিক

বাংলাদেশে নৌকাডুবির ঘটনায় আরও তিনজনের দেহ উদ্ধার

Three more bodies have been recovered in the boat sinking incident in Bangladesh

The Truth of Bengal: বাংলাদেশে নৌকাডুবি। কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনাটি ঘটে। জানাগিয়েছে বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী নৌকাটি ডুবে যায়। নৌকাডুবির ঘটনায় এ নিয়ে তিন দিনে মোট ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার বেলা তিনটে নাগাদ মেঘনা নদীর ভৈরব মোহনা থেকে ডুবুরি দল  তিনটি লাশ উদ্ধার করে। জানাগিয়েছে এখনো তিনজনের খোঁজ চলছে।

উদ্ধার হওয়া তিনজনের মধ্যে দুজনকে সনাক্ত করা গিয়েছে। তাঁরা হলেন রুপা দে ও কলেজপড়ুয়া আনিকা বেগম। রুপা দে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ইলেকট্রনিকস ব্যবসায়ী নিখোঁজ বেলন চন্দ্র দে-র শ্যালকের স্ত্রী। আনিকার বাড়ি নরসিংদীর বেলাব উপজেলার দড়িগাও গ্রামে। রবিবার সকালে দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ শুরু করে ডুবুরি দল।

দুপুর ১২টার দিকে ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করা হয়। তবে নৌকার ভেতরে কারও লাশ পাওয়া যায়নি। পরে বেলা তিনটার দিকে মেঘনা নদীর ভৈরব মোহনা থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকাজে নেতৃত্ব দিচ্ছেন নৌ পুলিশ সিলেট জোনের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, এখনো তিনজন নিখোঁজ আছেন। নিখোঁজ তিনজনের সন্ধানে অভিযান চলছে।

Related Articles