আন্তর্জাতিক

গাড়ি দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্যের মৃত্যু, প্রাণে  বাঁচলো ১৪ বছরের ছেলে আদিরিয়ান

Three members of the same family died in a car accident

Truth Of Bengal: সদ্য সদ্য স্কুলের গণ্ডী পেড়িয়ে কলেজে পা রেখেছিলেন আন্দ্রিল। তাঁর বাবা – মা গাড়িতে চেপে তাঁকে কলেজে পৌঁছতে যাচ্ছিলেন আর সেসময়ই এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকলো আমেরিকার টেক্সাস। সেখানে ভারতীয় বংশোদ্ভূত একই পরিবারের তিন জন পথ দুর্ঘটনায় মারা যান।

শুধু ওই দম্পতির ১৪ বছরের পুত্র প্রাণে বাঁচলেন। দুর্ঘটনা যখন ঘটে তখন গাড়িতে ১৪ বছরের সেই ছেলে ছিল না। এক স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, মৃতেরা হলেন ৪৫ বছরের অরবিন্দ মণি ও তাঁর স্ত্রী ৪০ বছরের প্রদীপা অরবিন্দ এবং তাদের একমাত্র কন্যা ১৭ বছরের আন্দ্রিল অরবিন্দ। জানা যাচ্ছে, বুধবার ভোর ৫টা ৪৫ মিনিট নাগাদ লাম্পাস কাউন্টির কাছে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়।

যখন একি পরিবারের এই তিন সদস্য মৃত্যুর মুখে ঢলে পড়ে ঠিক সেসময় অরবিন্দ মণি ও তাঁর স্ত্রী প্রদীপা  অরবিন্দের ১৪ বছরের ছেলে আদিরিয়ান সে সময় বাড়িতেই ছিল। বাড়িতে থাকার কারণে আদিরিয়ান ভয়াবহ  দুর্ঘটনা থেকে রেহাই পায়। প্রাণরক্ষা হয়েছে তার। ইতিমধ্যেই ১৪ বছরের ওই কিশোরের ভবিষ্যতের খরচের জন্য একটি স্বেচ্ছাসেবী সংগঠন ইতিমধ্যেই  অনুদান সংগ্রহ করছে। পুলিশ জানিয়েছে, আন্দ্রিল স্কুল পাশ করে ডালাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল। সেখানে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনার স্বপ্ন দেখেছিল সে। তাঁকে কলেজ পৌছতেই  অরবিন্দ এবং তাঁর স্ত্রী যাচ্ছিলেন।

ইতিমধ্যেই পুলিশ আরও দুজনের মৃত্যুর খবর জানিয়েছে। যে গাড়িটির সঙ্গে অরবিন্দের গাড়ির ধাক্কা লেগেছে, সেই গাড়ির চালকেরও মারা যাবার খবর সামনে এসেছে। তবে পুলিশ সন্দেহ করছে, ওই গাড়িটি ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতে চলছিল। খুব দ্রুত গতিতে এসে গাড়িটি ধাক্কা দেয় অরবিন্দদের গাড়িতে। তার জেরে ভারতীয় বংশোদ্ভূত ওই পরিবারের গাড়ি গিয়ে জোড় ধাক্কা দেয় একটি দেওয়ালে। সংঘর্ষের কারণে গাড়িটিতে আগুন লেগে যায় বলেও জানা যায়। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ভারতীয় বংশোদ্ভূত একই পরিবারের তিন সদস্য।