আন্তর্জাতিক

আরও তীব্র হচ্ছে যুদ্ধ, ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা ইজরায়েলের

The war is intensifying, Israel's missile attacks targeting Iranian military bases

Truth Of Bengal: Saif Khan: শনিবার সকালে ইজরায়েল তেহরানে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে, যা পশ্চিম এশিয়ার সংঘাতকে আরও জটিল করে তুলেছে। ইজরায়েলি ডিফেন্স ফোর্স জানিয়েছে, এই হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক ঘাঁটিগুলি, যা গত কয়েক মাস ধরে ইরানের বিভিন্ন আক্রমণের জবাব হিসেবে চালানো হয়েছে।

শুক্রবার রাতে তেহরান এবং পার্শ্ববর্তী অঞ্চলে অন্তত দু’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইজরায়েলের সরকারি বিবৃতিতে বলা হয়েছে, “ইরান থেকে আমাদের বিরুদ্ধে চলতে থাকা আক্রমণের জন্য আমরা নির্দিষ্ট হামলা পরিচালনা করছি।”

এর আগে, ১ অক্টোবর ইরান তেল আভিভে ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা পূর্বে লেবাননে ইজরায়েলি বাহিনীর অভিযানের প্রেক্ষিতে সংঘটিত হয়। সেই সময় ইজরায়েল জানিয়েছিল, তারা সফলভাবে আকাশপথে ওই হামলার মোকাবিলা করেছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের বিরুদ্ধে ইজরায়েল যুদ্ধ ঘোষণা করে। এর ফলে লেবাননের হিজ়বুল্লা এবং ইয়েমেনের হুথি গোষ্ঠীও সংঘাতে যুক্ত হয়ে পড়ে। যদিও এই বিদ্রোহী গোষ্ঠীগুলি ইরানের সমর্থনে রয়েছে, তেহরান সরাসরি সংঘাতে জড়ায়নি। তবে গত কয়েক সপ্তাহে পরিস্থিতি পাল্টে গেছে।

বিশ্লেষকরা মনে করছেন, ইজরায়েলের এই সামরিক পদক্ষেপ পশ্চিম এশিয়ায় যুদ্ধের পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি করবে, যা আন্তর্জাতিক রাজনৈতিক স্থিতিশীলতার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

Related Articles