বিমানের ইঞ্জিনে আগুন, তড়িঘড়ি অবতরণ করানো হয় বিমানটিকে
The plane's engine caught fire, the plane was quickly landed

Truth Of Bengal : দুর্ঘটনার কবলে নেপালের একটি বিমান। নেপালের বুদ্ধ ইয়ারের একটি বিমান দুর্ঘটনার কবলে। অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। মোট ৭৬ জনকে নিয়ে বিমানটি পড়েছিল কাঠমান্ডু থেকে। আশঙ্কায় ইঞ্জিনে আগুন ধরে যায়। যত তাড়াতাড়ি সম্ভব ওই বিমানটিকে ফিরিয়ে আনা হয় কাঠমান্ডু বিমানবন্দরে। বিমান টিকেট বিশেষ অবতরণ করান পাইলট। খবর অনুযায়ী জাতিরা আপাতত সুরক্ষিত আছেন। অন্য বিমানে করে তাদের নিজস্ব গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।
জানা গেছে বুদ্ধ ইয়ারের ৯৫৩ নম্বর ফ্লাইট কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দর থেকে সোমবার সকালে যাত্রা শুরু করেছিল। বিমানটি উড়ে যাবার কথা ছিল ভদ্রপুর। কিন্তু বিমানের ইঞ্জিনে হঠাৎ করে আগুন ধরে যাওয়ায় বিমানটিকে তড়িঘড়ি নামানো হয় ত্রিভুবন বিমানবন্দরে। জানা গেছে বিমানের ডান দিকের ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিল। মাটি থেকে উপরে ওঠার কিছুক্ষণের মধ্যেই বিমানের পাইলট সর্বপ্রথম আগুন দেখতে পায় বিমানে। আগুন দেখতে পাবার পরেই কাঠমান্ডুতে বিমানটির জরুরি অবতরণ করানো হয়।
বিশেষ বি ও আর পদ্ধতিতে বিমান অবতরণ করিয়েছেন পাইলট। তবে ইঞ্জিনে কিভাবে আগুন লাগলো তা এখনো জানা যায়নি। তবে স্বাভাবিকভাবেই দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। যাচ্ছিদের মধ্যে কিছুক্ষণের জন্য আতঙ্কে সৃষ্টি হলেও পরে সেই আতঙ্ক দূর হয়।