আন্তর্জাতিক
Trending

ব্রাজিলে ৬২ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান,দেখুন ভিডিয়ো

The plane with 62 passengers crashed in Brazil, watch the video

The Truth Of Bengal: ব্রাজিলের ছাও পাওলোর কাছে ভেঙে পড়লো একটি যাত্রীবাহী বিমান। সূত্রের খবর সেই বিমানে থাকা ৬২ জনে মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে দমকল। এই দুর্ঘটনায় কোন যাত্রীর বেঁচে থাকা সম্ভব নয় বলে জানানো হচ্ছে।

উল্লেখ্য সোশ্যাল মিডিয়ায় ভেঙে পড়া বিমানে যে ভিডিয়োটি দেখা যাচ্ছে তাতে নিশ্চিত হওয়া গিয়েছে যে এটি ফ্রাঙ্ক – ইতালিয়ান প্রস্তুতকারক সংস্থার প্লেন। ধরা হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে এই প্লেনটি গাছ-গাছালি ভরা এলাকায় পড়ে গিয়েছে। এমনকি দুর্ঘটনার স্থলের কাছে বেশ কিছু বাড়িও রয়েছে । দুর্ঘটনার ফলে এলাকায় কালো ধোঁয়া ভরে যায়।

এমনকি এই বিমানটি ভেঙে পড়ায় সেখানে একটি বাড়ির বেশ কিছুটা অংশ ক্ষতি হয়েছে। তবে ওই বাড়ির বাসিন্দাদের কারো কোন আঘাত লাগেনি। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা সরকারিভাবে এই দুর্ঘটনার খবর জানান। তিনি এই দুর্ঘটনার নিহত সকলের প্রতি শ্রদ্ধা জানান। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন প্রায় ৭০ হাজার ফুট থেকে বিমানটি মাত্র দু মিনিটে মাটিতে আছড়ে পড়ে। তবে প্রাথমিক অনুমান অনুসারে যান্ত্রিক ত্রুটির জন্য এই দুর্ঘটনাটি ঘটতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Related Articles