আন্তর্জাতিক

রানওয়েতে ছিটকে গেল বিমান, আহত একাধিক

The plane crashed on the runway, several were injured

Truth Of Bengal: ইন্দোনেশিয়ার এক বিমানবন্দরে ছিটকে গেল যাত্রীবাহী একটি বিমান। ওই বিমানে ৪৮ জন যাত্রী উপস্থিত ছিলেন, হয়ত ভাগ্যের জোরে বেঁচে ফিরলেন তাঁরা। প্রাণ হারাতে হয়নি কোনো ব্যক্তিকে তবে এই দুর্ঘটনায় আহত হয়েছেন একাধিক যাত্রী। পুলিশের থেকে জানা যায়, ইন্দোনেশিয়ার প্রত্যন্ত এলাকা পাপুয়ার বিমানবন্দরে ৯ সেপ্টেম্বর সোমবার এই বিমান দুর্ঘটনাটি ঘটে। পাপুয়া এলাকাটির চারিদিক এমনিতেই পাহাড়ে ঘেরা। এই বিমান বন্দরে খারাপ আবহাওয়ার জেরে প্রায়ই উড়ানে বাধা সৃষ্টি হয়। এবারেও বাধার সম্মুখীন হল এখানকার রানওয়ে, পিছলে গিয়ে বড়সড় সংকট ঘটতে পারত বিমানটিতে।

ইয়াপেন আইসল্যান্ডের একটি ছোট এয়ারপোর্ট থেকে পাপুয়ান ক্যাপিটালে যাওয়ার জন্য উড়ান নিচ্ছিল ত্রিগনা এয়ারলাইন্সের এটিআর-৪২ নামের ওই বিমানটি, আর ঠিক সেই মুহূর্তে রানওয়েতে পিছলে যায় ওই বিমানটি।

এয়ারলাইন কোম্পানির তরফ থেকে এ বিষয়ে জানানো হয়, ৬ জন ক্রু মেম্বার এবং ১ শিশু সহ বিমানটিতে ছিলেন মোট ৪৮ জন যাত্রী। দুর্ঘটনার পর স্থানীয় পুলিস প্রধান এই বিষয়ে  বলেন, ‘সকলে প্রাণে বেঁচে গিয়েছেন। তাঁদের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। ভবিষ্যতে যাতে এমনটা না ঘটে, সেদিকে নজর রাখা হবে।’

Related Articles