ফ্রান্সে ঘোষণা হল নতুন প্রধানমন্ত্রীর নাম
The name of the new Prime Minister has been announced in France

The Truth Of Bengal : আধুনিক ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে কমবয়সী ও প্রথম সমকামী প্রধানমন্ত্রী হতে চলেছেন গ্যাব্রিয়েল অ্যাটল। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো নতুন প্রধানমন্ত্রী দিসেবে তাঁর নাম ঘোষণা করেছেন। সোমবার ফ্রান্সের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন এলিজাভেথ বোর্ন। সেই জায়গায় স্থলাভিষিক্ত হতে চলেছে গ্যাব্রিয়েলের। তবে নতুন ফরাসি প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল অ্যাটল ফরাসি রাজনীতিতে প্রেসিডেন্ট ম্যাক্রঁ-র ঘনিষ্ঠ বলেই পরিচিত। কোভিড মহামারির সময় ছিলেন সরকারের প্রধান মুখপাত্র।
সম্প্রতি ফ্রান্সের জনমত সমীক্ষায় দেশের অন্যতম সেরা রাজনীতিবিদ হিসেবে তুলে ধরা হয়েছিল তাঁকে। সেই সঙ্গে মন্ত্রী হিসেবেও করা হয়েছিল গ্যাব্রিয়েলের কাজের প্রশংসাও। এদিকে চলতি বছরেই রয়েছে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন। তার আগেই গত কয়েকদিন ধরে প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রঁ মন্ত্রিসভার ব্যাপক রদবদল করতে চলেছেন বলে জল্পনা তৈরি হয়। এরপরেই সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন এলিজাবেথ বোর্ন। প্রায় ২ বছরের বেশি সময় ধরে ফরাসি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি। পদত্যাগপত্র গ্রহণ করে এলিজাবেথের প্রশংসা করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট।
এবার এলিজাভেথ বোর্নের জায়গায় স্থলাভিষিক্ত হতে চলেছে অ্যাটলের। সবচেয়ে কমবয়সী ও প্রথম সমকামী প্রধানমন্ত্রী হতে চলেছেন ৩৪বছরের গ্যাব্রিয়েল অ্যাটল। এর আগে ১৯৮৪ সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন ৩৭ বছর বয়সী লোরাঁ ফ্যাবিউস। প্রধানমন্ত্রী হিসেবে বর্ন সাহস ও প্রতিশ্রুতি পূরণ করে দেখিয়েছিলেন বলে এক বিবৃতিতে উল্লেখ করেছেন ম্যাক্রঁ। সম্প্রতি প্রেসিডেন্টের কাজকর্ম নিয়ে ফরাসি জনগণের মধ্যে তৈরিও হয়েছে ক্ষোভ। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী পরিবর্তন করে জনগণের আস্থা ফিরে পেতে ম্যাক্রোঁ কতটা সফল হয় এখন সেটাই দেখার।
FREE ACCESS