আন্তর্জাতিক

ভারতীয় একই পরিবারের তিন জনের ‘রহস্যমৃত্যু’ কানাডায়

The 'mysterious death' of three people from the same Indian family in Canada

The Truth Of Bengal: কানাডায় নিজেদের বাড়িতেই ‘রহস্যমৃত্যু’ ভারতীয় বংশোদ্ভূত একই পরিবারের তিনজনের। প্রাণ গিয়েছে মা–বাবা ও মেয়ের। নিছক দুর্ঘটনা, না অন্য কোনও কারণ,জানতে তদন্ত শুরু করেছে কানাডার পুলিশ।

ভারতীয় বংশোদ্ভুত একই পরিবারের তিন জনের রহস্যমৃত্যু কানাডায়৷  অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে মা–বাবা ও মেয়ের। ঘটনাটি ঘটে গত ৭ মার্চ। তবে তিনজনের দেহ শনাক্ত হয়েছে শুক্রবার। মৃতরা হলেন রাজীব ওয়ারিকো (৫১), তাঁর স্ত্রী শিল্পা কোথা (৪৭) এবং তাঁদের মেয়ে মাহেক ওয়ারিকো (১৬)। নিছক দুর্ঘটনা, না অন্য কোনও কারণ, জানতে তদন্ত শুরু করেছে কানাডার পুলিশ।

কানাডা পুলিশ সূত্রে খবর, গত সপ্তাহে ব্রাম্পটনের বিগ স্কাই ওয়ে এবং ভ্যান কার্ক ড্রাইভ এলাকায় একটি বাড়িতে আগুন লাগার খবর আসে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও পুলিশ। অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের চিকিৎসকরা তিনজনকেই মৃত বলে ঘোঘণা করে।

তবে অগ্নিকাণ্ড নিয়ে রহস্য দানা বেধেছে। পুলিশ প্রাথমিকভাবে এ ঘটনাকে বাড়িতে আগুন লেগেই মৃত্যু হয়েছে। কিন্তু তদন্তে নেমে পুলিশ জানতে পারে, আগুনের ঘটনাটি ‘রহস্যময়’। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, আগুন লাগার সময় তাঁরা ওই বাড়ি থেকে বিস্ফোরণের একটা শব্দ শুনেছিলেন। বিকট শব্দের পর পুরো বাড়িটি ধোঁয়ায় ঢেকে যায়।

জানা গিয়েছে, মৃত রাজীব পুলিশে স্বেচ্ছাসেবক ছিলেন। ২০১৬ সালেই তাঁর কাজের মেয়াদ শেষ হয়। তারপর সম্প্রতি গোটা পরিবারের মৃত্যু। আর এই মৃত্যু নিয়েই রহস্য দানা বেধেছে। নিছক দুর্ঘটনা, না অন্য কোনও কারণ,জানতে তদন্ত শুরু করেছে কানাডার পুলিশ।

Related Articles