আন্তর্জাতিক

লোহিত সাগরে বিদ্রোহীদের হামলা অব্যাহত 

Red Sea Houthi Attack

The Truth of Bengal: কমেছে লোহিত সাগর হয়ে পণ্যবাহী জাহাজ চলাচল। এ পথে চলাচলকারী জাহাজ নিশানা করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অব্যাহত হামলার জেরে পথটিতে জাহাজ চলাচল সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে পণ্যবাহী জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো। বিশ্বের অন্যতম বৃহৎ জাহাজ কোম্পানি এ পি মোলার মায়ার্সক বলেছে, লোহিত সাগর হয়ে জাহাজ চলাচল বন্ধ রেখেছে তারা। জাহাজ পরিচালনাকারী জার্মান প্রতিষ্ঠান হ্যাপাগ-লয়েডও একই সিদ্ধান্ত নেওয়ার কথা জানায়।

কিছুদিন আগেই প্রতিষ্ঠানের মালিকানাধীন একটি জাহাজে হামলার ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজ নিশানা করে যেসব হামলার ঘটনা ঘটছে, তা আতঙ্কের। এতে সমুদ্রে চলাচলকারী জাহাজ ও কর্মীরা বড় ধরনের ঝুঁকির মুখে রয়েছেন। তাই ওই পথ দিয়ে জাহাজ চলাচল আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে মায়ার্সক আরও বলেছে, বাব-আল-মান্দেব প্রণালি হয়ে চলাচলকারী তাদের জাহাজগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যাত্রা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

লোহিত সাগর তেল ও জ্বালানি পরিবহনের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যপথ এটি। লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযোগকারী ৩২ কিলোমিটারের বাব-আল-মান্দেব প্রণালির একদিকে ইয়েমেন, আর অন্যদিকে জিবুতি ও ইরিত্রিয়ার অবস্থান। হুতিরা বলছে, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজে হামলা চালাচ্ছে তারা। এদিকে হুতিরা হুমকি দিয়েছে, ইয়েমেনের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক পদক্ষেপ নিলে তার পরিণতি হবে ভয়াবহ।

Related Articles