মারা গেলেন ২৬ জনকে ফাঁসি দেওয়া বাংলাদেশের সেই আলোচিত জল্লাদ
The famous hangman of Bangladesh who hanged 26 people died

The Truth Of Bengal: মারা গেলেন বাংলাদেশের আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে সপরিবার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ আসামি সহ ২৬ আসামির ফাঁসি দেন তিনি ।সোমবার ভোররাতে হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করেন শাহজাহান ভূঁইয়া। তিনি অসুস্থ বোধ করলে তাঁকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
‘জল্লাদ’ শাহজাহানের বোন এই মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, দাদার মৃত্যুর খবর পেয়েই দুপুরে হাসপাতালে এসেছি। হাসপাতাল থেকে দেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে । তারপর সেইখানে থেকে তার অন্তিম কাজ সম্পূর্ণ হবে ।
প্রসঙ্গত, শাহজাহান ভূঁইয়ার জন্ম হয় নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালী গ্রামে। তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। হত্যা ও অস্ত্র মামলায় তার ৪২ বছরের সাজা হয়েছিল। এরপর ফাঁসি কার্যকর ও অন্যান্য কারণে তার সাজার মেয়াদ কমিয়ে ৩২ বছর করা হয়েছিল। উল্লেখ্য, বঙ্গবন্ধুর খুনি, যুদ্ধাপরাধী, জামায়াতের শীর্ষ নেতা ও জেএমবিসহ আলোচিত মামলায় সাজাপ্রাপ্ত ৬০ জনের ফাঁসির রায় কার্যকর করে আলোচনায় আসেন ‘জল্লাদ’ শাহজাহান ভূঁইয়া। ৪৪ বছর কারাভোগের পর ২০২৩ সালের ১৮ জুন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।