প্রাতর্ভ্রমণে মুখ্যমন্ত্রী, সঙ্গী সৌরভ-ডোনা ও সানা, ছিলেন শিল্পপতি সত্যম রায়চৌধুরী
The Chief Minister, along with Saurabh-Dona and Sana, was accompanied on the morning walk by industrialist Satyam Roychowdhury.

Truth Of Bengal: লন্ডন সফরের শেষদিনে খোশ মেজাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার অভ্যাসমতো প্রাতর্ভ্রমণে বের হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়ে যায় সপরিবারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। সৌরভের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ও মেয়ে সানা গঙ্গোপাধ্যায়। লন্ডনের রাস্তা ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ একসঙ্গে হাঁটতে দেখা যায় সৌরভ, ডোনা ও সানাকে। তাঁদের সঙ্গে ছিলেন বাংলার অন্যতম শিল্পপতি সত্যম রায়চৌধুরী।
বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বক্তব্য রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই বক্তব্য শোনার জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেখানে পৌঁছেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তার আগের দিন টেমসের তীরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রাতর্ভ্রমণ করছিলেন তাঁর সঙ্গে যোগ দিয়েছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়। সেদিন ডোনা একা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেকটা পথ হাঁটেন। শুক্রবার আবার সৌরভের পরিবারের সঙ্গে দেখা হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। লন্ডনের রাস্তায় একসঙ্গে অনেকটা পথ হাঁটার পর বেশ কিছু আলাপচারিত হয় তাঁদের মধ্যে।
ঠাসা কর্মসূচি থাকলেও কখনও মর্নিং ওয়াক বাদ দেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা তিনি দেশে থাকুন বা বিদেশে। লন্ডন সফরেও তার ব্যতিক্রম হল না। লন্ডন সফরে বুধবার হোটেল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে ওয়েস্টমিনিস্টারে চলে আসেন মুখ্যমন্ত্রী। সেখানে গান্ধি মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পড়ে টেমসের পাড় দিয়ে হাঁটতে থাকেন মুখ্যমন্ত্রী।
তখন পাশ দিয়ে দেখা যায় লন্ডনের বিখ্যাত ‘লন্ডন আই’। প্রাতর্ভ্রমণে মুখ্যমন্ত্রীর সঙ্গী হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। তাঁকে নিয়েই হাঁটতে বেরিয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন ডোনা। চেনা ভঙ্গিতে হাঁটতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। রাস্তায় সবকিছু তিনি খুটিয়ে দেখেন। মানুষের সঙ্গে কথা বলেন। তাঁদের সংস্কৃতি, আদব কায়দা বোঝার চেষ্টা করেন। শুক্রবার আবার সেই চেনা ছবি দেখা গেল। তবে এদিন মুখ্যমন্ত্রীর পাশে ডোনা যেমন ছিলেন তেমনই ছিলেন সৌরভ ও সানা।