আন্তর্জাতিক

গাজায় যুদ্ধ বন্ধের ঘোষণা ইজরায়েলি সেনার, সেনা তুলে নেওয়ারও বার্তা 

The announcement of the end of the war in Gaza by the Israeli army, the withdrawal of the army is also a message

Truth Of Bengal: যুদ্ধবিরতি ঘোষণা করার আগেই ফের একবার গাজ়া ভূখণ্ডে লাগাতার হামলা চালালো ইজরায়েলি সেনা।এর আগেও লুকিয়ে থাকা হামাস যোদ্ধাদের খোঁজে হামলা চালাতে দেখা গিয়েছিল ইজরায়েলকে।তবে আরও একবার শুক্রবার উত্তরে জবালিয়া থেকে দক্ষিণের খান ইউনুস পর্যন্ত গাজা ভূখণ্ডের বিস্তীর্ণ এলাকা জুড়ে হামাস যোদ্ধাদের খোঁজে গায়ের জোড়ে   অভিযান চালিয়ে গেলইজরায়েলি সেনা।

আল বালাহ এলাকায় শুক্রবার রাতেই সামরিক অভিযান শেষ করার কথা ঘোষণা করেছে তারা। শুধু তাই নয়, ওই দুই এলাকা থেকে সেনা প্রত্যাহারের কথাও ইতিমধ্যে ঘোষণা করেছে ইজরায়েল। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত ইজরায়েলি হামলায় ওই এলাকাতে আড়াইশোর বেশি হামাস যোদ্ধা খতম হয়েছে। সম্প্রতি প্যালেস্টাইনি গোষ্ঠী হামাসইজ়রায়েলের ভূখণ্ডে সমস্ত বাঁধাকে তোয়াক্কা না করে গায়ের জোড়ে ঢুকে পড়ে ক্রমাগত হামলা চালিয়ে গেছে।

হামাসের হামলার কবলেরক্তবন্যা বয়ে গেছে ইজরায়েলে। তবুও তারা হামলা থামায়নি। একের পর এক ইজ়রায়েলি প্রাণ হারাতে বসেছিল। নিহত ইজরায়েলি সংখ্যার তালিকায় ছিল প্রায় ১৪০০জন। এছাড়াও প্রায় তিনশো ইজরায়েলি নাগরিককে পণবন্দি করে রেখেছিল হামাস। তারপর থেকেই প্রতিশোধ নিতে উঠে পড়ে লেগেছে ইজ়রায়েল। হামাস গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বদলা নিতে হামাসকে নিশ্চিহ্ন করার পণ করে হামলায় মেতে যেতে দেখা যায় ইজরায়েলকে। ১০ মাসেরও বেশি সময় ধরে তারা হামলা চালিয়ে যায়। হামলার কবলে পড়ে এখনও পর্যন্ত নিহত প্যালেস্টাইনি নাগরিকের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে।

Related Articles