মস্কোর কনসার্টে ভয়াবহ জঙ্গি হামলা, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬০
Terrorist attack on Moscow concert, death toll rises to 60

The Truth Of Bengal: রাশিয়ায় জঙ্গি নাশকতায় মৃত বেড়ে ৬০। নির্বাচন পর্ব শেষ হতে না হতেই জঙ্গি হামলায় কেঁপে ওঠে রাশিয়া। মস্কোর কনসার্ট হলে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এই জঙ্গি হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬০। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। রাশিয়ার একটি রক ব্যান্ডের কনসার্টের জন্য শুক্রবার বহু মানুষ ক্রকাস সিটি হলে জড়ো হয়েছিলেন। মস্কো প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই অনুষ্ঠানে যোগ দিতে প্রায় ছ’হাজার মানুষের ভিড় জমেছিল। কনসার্ট চলাকালীন হঠাৎ হলের মধ্যে ভয়াবহ বিস্ফোরণ হয়। ক্রকাস সিটি হল দাউদাউ করে জ্বলতে থাকে। বিস্ফোরণের পাশাপাশি বেশ কয়েকজন বন্দুকবাজ সেখানে ঢুকে পড়ে এলোপাথাড়ি গুলি চালায়।
জঙ্গিদের গুলিতে মারা যান অনেকে। ঘটনাস্থলে মৃত্যু হয় বহু মানুষের। গুরুতর জখম কয়েকশো দর্শক। মস্কোর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত ব্যক্তিরা। মস্কো প্রশাসন সূত্রে ৬০ জনের মৃত্যুর খবর জানানো হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট তথা আই এস এই ঘটনার দায় স্বীকার করেছে বলে খবর। একটি টেলিগ্রাম চ্যানেলে দায় স্বীকার করেছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় মস্কো জুড়ে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। সম্প্রতি ভোট মিটেছে রাশিয়ায়। নির্বাচন ঘিরে রাশিয়ায় ছিল টানটান উত্তেজনা। আর তারপরেই এই ভয়াবহ জঙ্গি হামলা।