আন্তর্জাতিক

ভয়াবহ বিমান দুর্ঘটনা দক্ষিণ করিয়ায়, মৃত বহু

Terrible plane crash in South Korea, many dead

Truth Of Bengal : কাজাখস্তানের পর এবার দক্ষিণ করিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা। দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত ৬২ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ১৮১ যাত্রী নিয়ে মুয়ান বিমানবন্দরে আছড়ে পড়ে বিমানটি। অবতরণের সময় রানওয়ের দেওয়ালে ধাক্কা মারে বিমানটি। বিমানটি যাচ্ছিল ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়ার মুয়ানে। তড়িঘড়ি ছুটে আসে উদ্ধারকারী দল। এখনও পর্যন্ত চলছে উদ্ধারকাজ। প্রাথমিক অনুমান বিমান দুর্ঘটনার পিছনে রয়েছে পাখির ধাক্কা।

Related Articles