বিকট শব্দে কেঁপে উঠল সিরিয়া, সিরিয়ার অস্ত্রভাণ্ডারে হামলা ইজরায়েলের
Syria shook with a loud noise, Israel attacked Syria's arsenal

Truth Of Bengal : কিছুক্ষণের জন্য চারিদিক ঢেকে যায় কালো ধোঁয়ায়। বিকট শব্দে কেঁপে ওঠে সিরিয়ার রাজধানী দামাস্কাস। কেউ কিছুই বুঝতে পারছেনা কি হয়েছে। চারিদিকে কান্নার আওয়াজ। বাঁচার আর্তনাদ। বোঝা গেল হামলা চালানো হয়েছে। সিরিয়ার রাজধানী দামাস্কাসের এক অস্ত্রভাণ্ডারে চালানো হয়েছে ভয়াবহ বিমান হামলা। হামলা চালিয়েছে ইজরায়েলের সশস্ত্র বাহিনী। এই হামলার জেরে মৃত্যু হয়েছে ১১ জনের। প্রথমে যে সংখ্যাটা ছিল ২ জন পরের দিকে সেই মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ইতিমদধ্যেই ধ্বংসস্তূপ থেকে একের পর এক মৃতদেহ উদ্ধারের কাজ চলছে। পাশাপাশি ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজও চলছে।
জানা গেছে এই হামলার জেরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ এর ও বেশি মানুষের যাদের মধ্যে অধিকাংশই সাধারণ নাগরিক। অনেকে আহতও হয়েছেন। তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। মৃতদেহ উদ্ধার করে তাদের পরিচয়পত্র জানার চেষ্টা চালানো হচ্ছে।
সূত্রের খবর এই হামলার জেরে উড়ে গেছে অস্ত্রভাণ্ডারের আশেপাশের বহু সরকারি স্থাপনা। বাশার আল আসাদ সরকারের ক্ষতির পরিমাণ প্রচুর । প্রথমে জানা গিয়েছিল এই হামলার জেরে মৃতের সংখ্যা ২। পরে সময় যত এগোতে থাকে বাড়তে থাকে মৃতের সংখ্যা। আর যতক্ষণ না পর্যন্ত সমস্ত ধ্বংসাবশেষ পরিষ্কার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বলা যাচ্ছে না মৃতের আসল সংখ্যা।
সিরিয়ার উপর ইজরায়েলের হামলা নতুন নয়, একাধিক বার চালানো হয়েছে হামলা। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে ইজরায়েল প্রতিনিয়ত সিরিয়ার উপর হামলার পরিকল্পনা চালাচ্ছে আর এইসব পরিকল্পনার পিছনের লক্ষ হল সিরিয়ার আসাদ সরকারের শক্তি ধ্বংস করা। তবে বারংবার ইজরায়েলের এইরূপ হামলায় প্রাণ যাচ্ছে বহু সাধারণ মানুষের।