আন্তর্জাতিক

অভিবাসন নীতিতে পরিবর্তন আনায় প্রতিবাদের ঝড় তুলতে দেখা গেল পড়ুয়াদের

Students were seen raising a storm of protest against the change in immigration policy

Truth Of Bengal: কানাডা থেকে নির্বাসিত হবার ভয়ে দিন গুনছে শিক্ষার্থীরা। অনেকেই আছে যারা পড়াশোনা কিংবা কাজের সুত্রে ভিন রাজ্যে পাড়ি দেন। এবার তাঁদেরই একটা অংশকে কানাডা থেকে নির্বাসিত করার প্রচেষ্টা শুরু করা হয়েছে। অভিবাসন নীতিতে বড়সড় একটা পরিবর্তন আনতে ইতিমধ্যেই কানাডা থেকে প্রায় ৭০ হাজার বিদেশি শিক্ষার্থীকে নির্বাসন দেওয়ার চেষ্টা শুরু হয়েছে।

এদের মধ্যে অধিকাংশই ভারতীয় পড়ুয়া। জানা যাচ্ছে, এদের ওয়ার্ক পারমিট, ভিসা চলতি বছরেই শেষ  হয়ে যাওয়ায় তাঁরা এই ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আন্দোলনের পথে হেঁটেছেন। তাঁদের একটাই দাবি  ভিসার মেয়াদ যাতে বাড়ানো হয়। আর এরই মধ্যে পড়ুয়ারা দাবি তুলেছেন দ্রুত প্রশাসন ওয়ার্ক পারমিট ও অভিবাসন নীতিতে বড় বদল আনার ফলে অনেকেই সমস্যার সম্মুখীন হতে পারে আর তার জন্য যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় সে দিকটাই যেন নজর দেওয়া হয়।

কানাডায় বিভিন্ন সুত্রে আসা অভিবাসীদের সংখ্যা বেড়েই চলেছে আর তার জেরেই প্রতিনিয়ত আবাসন সংকট তীব্র হচ্ছে কানাডায়। অতিরিক্ত বিদেশি শিক্ষার্থীদের চাপে পড়ে অভিবাসন নীতিতে বেশ কিছু বদল আনা হচ্ছে। এখন ট্রুডোর দেশে রেকর্ড সংখ্যক বিদেশি শিক্ষার্থী রয়েছে বলে জানা যাচ্ছে।

সরকারি হিসাবে অনুযায়ী, এক দশক আগে কানাডায় বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র ২ লক্ষ ১৪ হাজারের মতো। প্রসঙ্গত, কাজের অনুমতি অনেক সহজে পাওয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে অন্যতম জনপ্রিয় গন্তব্য হয়ে ওঠে কানাডা। উল্লেখ্য  অনেক বিদেশি শিক্ষার্থী আছে যারা উচ্চশিক্ষার জন্য কানাডায় প্রবেশ করেছে।

Related Articles