আন্তর্জাতিক

আমেরিকা জুড়ে প্যালেস্টাইনের সমর্থনে পড়ুয়াদের মিছিল

Students march in support of Palestine across America

The Truth Of Bengal:  তীব্র আন্দোলনে শামিল আমেরিকার একাধিক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াড়া। প্যালেস্টাইনের সমর্থনে তাদের এই আন্দোলন। আন্দোলনের নেতৃত্বে কলোম্বিয়া, ইয়েল ও নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এই বিক্ষোভকে আঠকাতেই কোথাও প্রায় শতাধিক আন্দোলনকারী পড়ুয়াদের গ্রেফতার করা হয়, তো আবার কোথাও বারণ করা হয় তাদের ক্লাসে যেতে। এমনকি এর প্রতিবাদ জানাতে একাধিক ক্যাম্পাসে শিক্ষকরা ক্লাস বয়কটের ডাকও দেন। প্রসঙ্গত, আমেরিকার একাধিক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ইসরায়েসের সঙ্গে হামাসের যু্দ্ধের শুরু থেকেই শামিল হয়েছিলেন আন্দোলনে।

প্রথম থেকেই ইজরায়ের বিরোধী ও প্যালেস্টাইনের সমর্থনে তাদের এই আন্দোলনে শামিল হওয়ার ছবি নজরে পড়ে। এদিন হার্ভার্ডের মেমোরিয়াল চার্চ থেকে কিছু পড়ুয়া আয়োজন করে সলিডারিটি ওয়াকআউটের। সেই বিক্ষোভেই বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকও যোগদান করেন। এছাড়াও প্রতিবাদ মিছিল ও অনশন শুরু করেন কলোম্বিয়া বিশ্ববিদ্যালয়, নিউ ইয়র্খ বিশ্ববিদ্যালয় চত্বরে বহু পড়ুয়া। তঁদের প্রত্যেকের হাতেই দেখা যায় পোস্টার। যে পোস্টারে লেখা ‘এখনই বিপ্লব’। ঘটনাস্থলে বিক্ষোভ নিয়ন্ত্রন করতে পৌছঁয় পুলিশ।

তবে ওই বিক্ষোভ নিয়ন্ত্রনে পুলিশ হস্তক্ষেপ করলেই বিক্ষোভকারীদের স্লোগান, আমরা থামবো না। এই প্রতিবাদ মিছিলে এগিয়ে আসেন ক্যালিফোর্নিয়া, বার্কলি ও বোস্টন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও। প্রথমে ওই পড়ুয়াদেরকে সতর্খ করে পুলিশ। তবে পরবর্তীতে শুরু হয় পুলিশি গ্রেফতারি। প্রায় দেড়শোর বেশি পড়ুয়াকে পুলিশ গ্রেফতার করেন। এই বিক্ষোভকে থামাতে কলোম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বন্ধ হয়ে ক্লাস। যেহেতু সামনেই রয়েছে সেমিস্টার, তাই সেকথা মাথায় রেখেই বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানানো হয়, সেমিস্টারে বন্ধ হয়ে যাওয়া ক্লাস করানো হবে অনলাইনে। এমনকি ইয়েলে বিশ্ববিদ্যালয়ে অনশনরত পড়ুয়াদের বিরুদ্ধেও পদক্ষেপ করার কথা জানায় কর্তৃপক্ষ।

তবে শিক্ষক ও পড়ুয়াদের দাবি, প্রতবাদ মিছিল হলেও তা শান্তিপূর্ণভাবে করা হয়েছে। উল্টে বিক্ষোভে বিক্ষোভের যে ভিডিও সোশ্যালমিডিয়াতে ভাইরাল, তাতে আন্দোলনরত পড়ুয়াদের তাঁবু উল্টে দিতে দেখা গিয়েছে পুলিশকে।

Related Articles