অবশেষে গ্রেফতার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউক
South Korean president arrested by police, arrested after hours of standoff

Truth Of Bengal : দ্বিতীয় বারের চেষ্টায় অবশেষে গ্রেফতার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। এক সপ্তাহেরও বেশি সময় ধরে তাঁকে গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছিল, তবে বারবার বাধার মুখে পড়তে হচ্ছিল দুর্নীতি দমন শাখাকে। আর অবশেষে বুধবার বাসভবন থেকে প্রেসিডেন্টকে গ্রেফতার করল পুলিশ।
এবারও ইউনকে গ্রেফতারে তদন্তকারী কর্মকর্তাদের প্রচেষ্টা প্রাথমিকভাবে রুখে দেন প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর (প্রেসিডেনশিয়াল সিকিউরিটি সার্ভিস-পিএসএস) সদস্যরা। পরে তাঁকে গ্রেফতার করতে সক্ষম হন তদন্তকারী কর্মকর্তারা।
এর আগে চলতি মাসের শুরুর দিকে একবার ইউনকে গ্রেফতারের জন্য তাঁর বাড়িতে কয়েক ঘণ্টার অভিযান চালান তদন্তকারী কর্মকর্তারা। তবে তাঁর নিরাপত্তা বাহিনীর বাধায় সেই অভিযান ব্যর্থ হয়। তখন বাড়ির ভিতর প্রবেশ করতে দেওয়া হয়নি তাঁদের। দ্বিতীয়বারের চেষ্টায় তাঁকে গ্রেফতার করা হল।
সবাইকে হতবাক করে দিয়ে গত ৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেছিলেন ইউন। কিন্তু তীব্র প্রতিবাদ-প্রতিরোধের মুখে মাত্র ছয় ঘণ্টার মাথায় তিনি তা প্রত্যাহারে বাধ্য হন। স্বল্পস্থায়ী এই সামরিক আইন জারির জেরে ১৪ ডিসেম্বর ইউনকে দেশটির পার্লামেন্টে ইমপিচমেন্ট করা হয়। প্রেসিডেন্টের দায়িত্ব থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
রাষ্ট্রদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শুরু হয় ফৌজদারি তদন্ত। জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তাদের তলবে হাজির হতে ইউন অস্বীকৃতি জানান। এর জেরে ৩১ ডিসেম্বর ইউনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দক্ষিণ কোরিয়ার একটি আদালত। ইউনের বিরুদ্ধে জারি করা ওই গ্রেফতারি পরোয়ানার মেয়াদ ৬ জানুয়ারি শেষ হয়। পরে গ্রেফতারি পরোয়ানার মেয়াদ আদালত বাড়িয়েছেন বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা।