আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টকে সম্মান 

South African President Awarded

The Truth of Bengal: দক্ষিণ আফ্রিকা ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগ এনে মামলা দায়ের করে। এই বিষয়ে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টকে সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেয় আরব। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে আন্তর্জাতিক পদক প্রদানের ঘোষণা করেছে আরব পার্লামেন্ট। আরব ইস্যুতে সমর্থনকারী আন্তর্জাতিক নেতা ও ব্যক্তিত্বদের দেওয়া সর্বোচ্চ সম্মান হল এই পদক।

আরব পার্লামেন্টের স্পিকার আদেল আব্দুল রহমান আল-আসাউমি বলেন,’ বর্তমান পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার অবস্থান, বিশেষ করে আইসিজেতে ইসরাইলি দখলদারির বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশের সহজ একটি বার্তা এই পুরস্কারটি। আল-আসাউমি দক্ষিণ আফ্রিকার এই মামলাকে সমর্থনকারী দেশগুলোর প্রতিও ধন্যবাদ জানান স্পিকার। মূল্যবোধ রক্ষায় চাপের কাছে নতি স্বীকার না করে সত্য, ন্যায়বিচার ও মানবতার নীতির পক্ষে দাঁড়িয়ে থাকা স্বাধীন দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্পিকার।

উল্লেখ্য, গত মাসের শেষ দিকে আন্তর্জাতিক ন্যায় আদালতে গাজায় গণহত্যার অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে মামলা করে দক্ষিণ আফ্রিকা। মামলার অভিযোগে দেশটি জানায়, ৭ অক্টোবরের ঘটনার প্রতিক্রিয়ায় ইসরাইল সীমা অতিক্রম করেছে। একইসঙ্গে অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে আন্তর্জাতিক আদালতকে আহ্বান জানায় প্রিটোরিয়া। প্রিটোরিয়া হলো দক্ষিণ আফ্রিকার গুটেং প্রদেশের উত্তরাঞ্চলের একটি শহর। এর পরিপ্রেক্ষিতে গত ১১-১২ জানুয়ারি মামলার বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। এখনও এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা বাকি রয়েছে।

Related Articles