আন্তর্জাতিক

ট্রাম্পের ওপর হামলার পূর্বাভাস দিয়েছিল টেলিভিশন শো দ্য সিম্পসনস, দাবি নেটিজেদের

Social Media Users Claim The Simpsons Predicted Attack On Donald Trump

The Truth of Bengal: আমেরিকার প্রক্তন প্রেসিডেন্ট তথা বর্তমান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের হামলার ঘটনায় বিশ্বজুড়ে চর্চা অব্যাহত। এর মধ্যে দ্য সিম্পসনস-এর শোয়ের কয়েকটি অ্যনিমেশনের স্ক্রিনশট ভাইরাল হল। যাতে দেখা যাচ্ছে শুয়ে আছেন ট্রাম্প। দ্য সিম্পসনস হল আমেরিকার অ্যানিমেটেড টেলিভিশন শো। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা দাবি করেছেন যে, সিম্পসন ডোনাল্ড ট্রাম্পের ওপর আক্রমণের পূর্বাভাস দিয়েছিল।

পেনসিলভেনিয়ায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে গুলি চালানোর ঘটনা ঘটে। তাঁর কান ছুঁয়ে বেরিয়ে যায় গুলি। হাসপাতালে চিকিৎসার পর এখন ভাল আছেন ট্রাম্প। এই ঘটনায় বিশ্ব নেতারা নিন্দার পাশাপাশি দ্রুত ট্রাম্পের সুস্থতা কামমা করছেন। একদিকে যখন এইসব চলছে তখন অন্যদিকে, আমেরিকার সর্বকালের হিট শো দ্য সিম্পসন-এর স্ক্রিন শট ছড়িয়ে দিয়ে বলা হচ্ছে– অনেক আগেই এই ঘটনার ভবিষ্যদ্বাণী কড়া হয়েছিল। এই ঘটনা সামনে আসার পর নেটিজেনরা নানারকম প্রতিক্রিয়া দিচ্ছেন। অনেকে সেই কার্টুনের স্ক্রিনশট শেয়ার করছেন। ভাইরাল হওয়া এইসব পোস্টে ঘটনাটি নেহাতই কাকতালীয় হলেও অনেকে বলছেন এই ঘটনায় অনেক আগেই পূর্বাভাস দিয়েছিল আমেরিকার অ্যানিমেটেড টেলিভিশন শো দ্য সিম্পসনস।

ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় গোটা বিশ্বজুড়ে চাঞ্চল্য। শনিবার প্রচার চলাকালীন পেনসিলভেনিয়ায় এই ঘটনা ঘটে। সেখানে কী করে সেখানে বন্দুকবাজ ঢুকে পড়ে–  উঠছে এই প্রশ্ন। গুলি চলার পর দেখা যায় ট্রাম্পের কান দিয়ে রক্ত ঝরছে। মুখে লেগে আছে রক্ত। দ্রুত সেখান থেকে ট্রাম্পকে সরিয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবশ্য ছেড়ে দেওয়া হয় তাঁকে।

প্রাক্তন প্রেসিডেন্ট তথা প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এই হামলার তীব্র বিরোধিতা করেছেন। সেই সঙ্গে ‘বন্ধু’ ট্রাম্পের দ্রুত সুস্থতাও কামনা করেছেন। ট্রাম্পের ওপর হামলার ঘটনায় একযোগে বিরোধিতা হচ্ছে আমেরিকায়। দেশের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তাঁর দেশে এই হিংসার কোনও জায়গা নেই। সরব হয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ বুশ, বারাক ওবামারা।

ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় এবার সামনে এসেছে আরও একটি ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে, ট্রাম্পকে গুলি চালানোর ঘটনায় সঙ্গে সঙ্গে আততায়ীকে খতম করে দেন এক স্নাইপার। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নেটিজেনরা প্রশ্ন তুলে বলছেন, শুটারের দিকে আগে থেকেই নজর ছিল স্নাইপারের। তা হলে কেন ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালাতে দেওয়া হল?

Related Articles