আন্তর্জাতিক

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলায় মৃত ১৫     

Shooting at Prague University

The Truth of Bengal: নির্বিচারে গুলি চলল ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের চার্লস ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব আর্টস ভবনে। সেই ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানাগিয়েছে। আহত হয়েছেন আরও ২৫ জন। প্রাগের এমার্জেন্সি সার্ভিসেস বিভাগ মুখপাত্র বন্দুকবাজের হামলায় ঘটনায় ১৫ জনের মৃত্যু বিষয়টি নিস্চিত করেছেন।’ বৃহস্পতিবার সেই ঘটনা ঘটেছে প্রাগের চার্লস বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগে। প্রাগের অত্যন্ত জনপ্রিয় পর্যটনস্থল চার্লসের ব্রিজের কাছেই অবস্থিত এই বিশ্ববিদ্যাল। স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, বন্দুকধারী ওই ছাত্রের নাম ডেভিড কোজাক, বয়স ২৪ বছর। প্রতিবেদনে আর বলা হয়েছে, নির্বিচারে গুলি চালানোর পর, সম্ভবত সে নিজে আত্মঙাতী হয়েছে।

পুলিশ এখনও পর্যন্ত নিহতদের সম্পর্কে বা ওই ছাত্র কেন গুলি চালাল, সেই সম্পর্কে কোনও বিশদ তথ্য দেয়নি। তবে চেক স্বরাষ্ট্রমন্ত্রী ভিট রাকুসান জানিয়েছেন, এর সঙ্গে কোনও চরমপন্থী মতাদর্শ বা গোষ্ঠীর যোগসূত্র নেই। তদন্তকারীদের মতে, বন্দুকধারী ওই ছাত্র, বিশ্ববিদ্যআলয়ে এসে গুলি চালানোর আগে, তার বাবাকেও হত্যা করে। তবে, তার এর আগে কোনও অপরাধের ইতিহাস নেই। তবে, ডেভিড কোজাকের সোশ্যাল মিডিয়া অনুযায়ী, সাম্প্রতিককালে রাশিয়ায় ঘটে যাওয়া একটি সন্ত্রাসবাদী হামলা থেকে সে এই হামলা চালানোর অনুপ্রেরণা পেয়েছিল। তার কাছে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ছিল বলেও জানাগিয়েছে।

চেক পুলিশ জানিয়েছে, চলতি মাসের শুরুতে ইউক্রেন সীমান্তের কাছে, রাশিয়ার ব্রিয়ানস্কের এক স্কুলের মাস শ্যুটিং-এর ঘটনা ও ২০২১ সালে কাজানে ঘটা আরও এক ঘটনাই ছিল তার অনুপ্রেরণা। ১০ ডিসেম্বর  সোশ্যাল মিডিয়া পোস্টে সে লিখেছিল, ‘এলিনাই আমায় অনুপ্রেরণা। তবে ও যথেষ্ট হত্যা করতে পারেনি। আমি এটা ঠিক করে দেব।’ তার তিনদিন আগেই ব্রিয়ানস্কের স্কুলে এলিনা আফানাস্কিনা নামে এক ১৪ বছরের কিশোরীর গুলিতে মৃত্যু হয়েছিল তার দুই সহপাঠীর। ১৭ ডিসেম্বর সে লিখেছিল, ‘আমি এই বিশ্বকে ঘৃণা করি ও যতটা সম্ভব ব্যথা দিয়ে যেতে চাই।’

Related Articles