৪ মন্ত্রণালয় থেকেও সরানো হল শেখ মুজিবের ছবি
Sheikh Mujib's portrait removed from 4 ministries

Truth of Bengal: বঙ্গভবনের থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর পর সচিবালয়ে তিন উপদেষ্টার দপ্তর থেকেও সরানো হয়েছে। সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এসময় তার দপ্তরে শেখ মুজিবুর রহমানের ছবি দেখা যায়নি।
এমন কি নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের দপ্তর থেকেও শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের নতুন বস্ত্র ও পাট এবং বাণিজ্য উপদেষ্টা ব্যবসায়ী সেখ বশির উদ্দিন শপথ নেয়ার পর সচিবালয়ে যান। তার দপ্তরেও শেখ মুজিবুর রহমানের ছবি ছিল না। সবশেষ সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সরানো হয়েছে শেখ মুজিবের ছবি।
চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে দায়িত্ব পাওয়ার পর মন্ত্রণালয়টির দপ্তর থেকে বঙ্গবন্ধুর ছবি সরানো হয়েছে। এবার সম্প্রতি বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয় বলে অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা মাহফুজ আলম সেই বিষয়ে নিশ্চিত ভাবে জানানো হয় ।