ব্যক্তিগত গ্রুপ চ্যাটে ইয়েমেন হামলার গোপন তথ্য ফাঁস! বিপাকে মার্কিন প্রতিরক্ষা সচিব
Secret information about Yemen attacks leaked in private group chat! US Defense Secretary in trouble

Truth of Bengal: ইয়েমেনে হাউথি জঙ্গিদের উপর আমেরিকার বিমান হামলা নিয়ে নতুন বিতর্কের জন্ম হয়েছে। কারণ, হামলার আগেই এর গোপন পরিকল্পনা নিজের পরিবারকে জানিয়ে দিয়েছিলেন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ!
নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, হেগসেথ একটি ব্যক্তিগত গ্রুপ চ্যাটে – যেখানে তাঁর স্ত্রী, ভাই এবং ঘনিষ্ঠ কিছু মানুষ ছিলেন – হামলার সময়, জায়গা এবং পদ্ধতি সব কিছু লিখে পাঠিয়েছিলেন। ব্যবহার করেছিলেন ‘সিগনাল’ নামের একটি মেসেজিং অ্যাপ।
এই তথ্য ফাঁস হওয়ার পরেই গোটা আমেরিকায় সমালোচনার ঝড় উঠেছে। বিরোধী ডেমোক্র্যাটরা সরাসরি দাবি করেছেন – এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ করে হেগসেথ প্রমাণ করেছেন, তিনি প্রতিরক্ষামন্ত্রীর পদে থাকার যোগ্য নন।
উল্লেখ্য, গত শুক্রবার ইয়েমেনের হোদেইদায় হাউথি জঙ্গিদের জ্বালানির উৎস লক্ষ্য করে হামলা চালায় মার্কিন সেনা। সেন্ট্রাল কমান্ড বা ‘সেন্টকম’-এর পরিচালনায় চালানো এই হামলায় প্রাণ হারায় অন্তত ৩৮ জন, আহত হন শতাধিক।
হামলার পর সেন্টকম জানায়, ওই অঞ্চলটিতে হাউথিরা বহু বছর ধরে অশান্তি ছড়াচ্ছে। ইরানের মদতে চলা তাদের কার্যকলাপ রুখতেই এই পদক্ষেপ।
কিন্তু হামলার কৌশল আগেই ফাঁস হয়ে যাওয়ায় এখন প্রশ্ন উঠছে – এমন গোপন বিষয় কি এভাবে পরিবারে ভাগ করে নেওয়া উচিত ছিল?
সূত্রের খবর, ইতিমধ্যে হেগসেথের এক ঘনিষ্ঠ উপদেষ্টাকে সরিয়ে দেওয়া হয়েছে, ছুটিতে পাঠানো হয়েছে আরও দু’জনকে। তবে এখনও সরকারি ভাবে পেন্টাগনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
বিশেষজ্ঞরা বলছেন, প্রতিরক্ষা মন্ত্রকের মতো সংবেদনশীল দপ্তরের কোনও পরিকল্পনা যদি আগে থেকেই জানাজানি হয়ে যায়, তাহলে তা শুধু দেশের নয়, সারা বিশ্বের নিরাপত্তার জন্যই বিপজ্জনক।
এখন গোটা দুনিয়া তাকিয়ে, হেগসেথ ও ট্রাম্প প্রশাসন এই ঘটনায় কী সিদ্ধান্ত নেয়।