ক্লাস চলাকালীন নাইজেরিয়ায় ধসে পড়ল স্কুল, মৃত অন্তত ২২ জন পড়ুয়া
School collapses in Nigeria during SCS, killing at least 22 students

The Truth of Bengal: ক্লাস চলাকালীনই ধসে পড়ল স্কুল। নাইজেরিয়ার ঘটনায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। এখনও পর্যন্ত ২২ জন পড়ুয়ার মৃতত্যু হয়েছে। সেই সঙ্গে বহু পড়ুয়াই আহত। শুক্রবার নাইজেরিয়ার প্লেটু রাজ্যে এই স্কুল ধসে যাওয়ার ঘটনা যখন ঘটে, তখন প্রায় দুশোর কাছাকাছি পড়ুয়া উপস্থিত ছিল স্কুলের মধ্যে। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে প্রথম গিয়ে পৌঁছয় স্থানীয়রা। পরে সেখানে উপস্থিত হয় পুলিশ, উদ্ধারকারী দল ও দমকলবাহিনী।
শুরু উদ্ধারকাজ। এই ঘটনায় যে ২২ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ পড়ুয়াই ১৫ বছর বয়সী কিংবা তার চেয়েও কম বয়সী। মনে করা হচ্ছে প্রায় ৭০ জনের মতো পড়ুয়া আহত হয়েছে। তবে উদ্ধারকারী দল সূত্রে যে খবর সামনে আসছে, এখনও পর্যন্ত ধ্বংসস্তুপের নীচেও প্রায় ১০০-র কাছাকাছি মানুষের চাপা পড়ে থাকার আশঙ্কা রয়েছে। পড়ুয়াদের আর্তনাদ শোনা যাচ্ছে সেই ধ্বংসস্তুপ থেকে।
এখনও পর্যন্ত যে সমস্ত পড়ুয়াদের উদ্ধার করা হয়েছে, তাদের ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চলছে জোড়কদমে উদ্ধারকাজ। দুর্ঘটনা প্রসঙ্গে, নাইজেরিয়ার ন্যাশনাল এমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি আহতদের সবরকম চিকিতসাব্যাবস্থা প্রদানের কথা জানিয়েছে। সেই সঙ্গে যে সমস্ত হাসপাতালে আহতরা চিকিতসাধীন অবস্থায় রয়েছে, সেই সব হাসপাতাল যাতে কোনওরকম অর্থ আহতদের পরিবারের তরফ থেকে না নেয়, তার নির্দেশও দেওয়া হয়েছে।